Narendra Modi: করোনার ঝড় সামলে কেমন আছে ইতালি খোঁজ নিতে জিউসপে কন্টিকে ফোন নরেন্দ্র মোদির, স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে আলোচনা
করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা পৃথিবী। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইতালি। দীর্ঘ লকডাউনের পর ছন্দে ফিরছে ইতালি। আগের থেকে পরিস্থিতিটি কিছুটা হলেও উন্নতি হয়েছে। এতদিন লকডাউনের জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলি। করোনার ঝড় সামলে এখন কেমন আছে তা জানতে ইতালির সমকক্ষ জিউসপে কন্টির সঙ্গে কথাবলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন দিল্লি, ৯ মে: করোনাভাইরাসে (Coronavirus) বিপর্যস্ত গোটা পৃথিবী। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইতালি। দীর্ঘ লকডাউনের পর ছন্দে ফিরছে ইতালি (Italy)। আগের থেকে পরিস্থিতিটি কিছুটা হলেও উন্নতি হয়েছে। এতদিন লকডাউনের জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলি। করোনার ঝড় সামলে এখন কেমন আছে তা জানতে ইতালির সমকক্ষ জিউসপে কন্টির সঙ্গে কথাবলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ইতালীয় সমকক্ষ জিউসপে কন্টির (Giuseppe Conte) সঙ্গে ফোন কলের মাধ্যমে কোভিড -১৯ মহামারীর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেন। শুক্রবার ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়। কোভিড-১৯ মহামারীজনিত কারণে ইতালিতে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। এই সঙ্কটের সময়ে ইতালির নাগরিকদের দেখানো ধৈর্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন, হোয়াইট হাউসে ফের করোনা আতঙ্ক, এবার আক্রান্ত ভাইস প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সরকারী কর্মী
উভয় নেতা একে অপরের সঙ্গেসংহতি প্রকাশ করেন এবং একে অপরের আটকে থাকা নাগরিকদের জন্য পারস্পরিক সহযোগিতা প্রশংসা করেছেন। নরেন্দ্র মোদি কন্টিকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহের ক্ষেত্রে ইতালিকে ভারতের নিরবচ্ছিন্ন সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত ও ইতালির মধ্যে সক্রিয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখতে নেতারা সম্মত হন। কন্টে প্রধানমন্ত্রীকে উপযুক্ত সময়ে ইতালি সফরে যাওয়ার আমন্ত্রণের কথাও বলেন।