Mizoram Elections 2023: ৪০ আসনের মিজোরামে ৪০ জন তারকা প্রচারক বিজেপির, মণিপুরের প্রতিবেশী রাজ্যে প্রচারে যাবেন মোদী
মিজোরামে দল দুর্বল হলেও উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার পূর্ণশক্তিতেই ঝাঁপাচ্ছে বিজেপি।
মিজোরামে দল দুর্বল হলেও উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার পূর্ণশক্তিতেই ঝাঁপাচ্ছে বিজেপি। আগামী ৭ নভেম্বর হতে চলা ৪০ আসনের মিজোরাম বিধানসভায় তারকা প্রচারকের তালিকায় থাকল ৪০ জনের নাম। তাদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতীন গডকরি, স্মৃতি ইরানি- হেভিওয়েট সব কেন্দ্রীয় মন্ত্রীই মিজোরামে যাচ্ছেন। তারকা প্রচারকের তালিকায় আছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমেন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহ-রাও। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও মিজোরামে বিজেপির তারকা প্রচারকের তালিকায় আছেন।
তবে সবার নজর থাকবে মণিপুরের হিংসার পর উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে কী বলেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি এখনও পর্যন্ত মিজোরামে দুই দফায় ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
গতবার মিজোরাম বিধানসভায় বিজেপি মাত্র ১টি আসনে জিতেছিল। এবারও উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বড় কিছু হওয়ার সম্ভাবনা কম বিজেপির। তবু বিনা যুদ্ধে সুচাগ্র মেদেনী ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। মিজোরামে এখনও পর্যন্ত সেভাবে প্রচার শুরু করতে পারেনি গেরুয়া শিবির। মিজোরামে এখন ক্ষমতায় থাকা মিজোরাম ন্যাশনল ফ্রন্ট গতবার ২৬টি আসনে জিতেছিল, সেখানে কংগ্রেস জেতে পাঁচটিতে।
তবে এবার মিজো ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনুমান। কংগ্রেস এবার একাই লড়ছে। সেখানে ৪০টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচার ঝাঁরিয়েছে হাত শিবির। ক দিন আগেই মিজোরামের আইজলে গিয়ে ঝড় তোলেন রাহুল গান্ধী। আইজলে রাহুলের সভায় রেকর্ড ভিড় হয়।