Nagpur: নাতিকে মারধর করার জন্য ছেলের উপর গুলি চালানোর অভিযোগ, গ্রেফতার প্রাক্তন সিআরপিএফ জওয়ান

বহুদিন সিআরপিএফ জওয়ানের চাকরি করেছেন তিনি। অবসরের পর বর্তমানে একটি ব্যাঙ্কের ক্যাশ ভ্যানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত অভিযুক্ত।

প্রতীকী ছবি (Photo: Pixabay)

নয়াদিল্লিঃ নাতির (Grandson) গায়ে হাত তোলার জন্য ছেলের উপর গুলি (Fire) চালানোর অভিযোগ উঠল এক ৬৮ বছরের প্রাক্তন সিআরপিএফ জওয়ানের (Ex CRPF Jawan)বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে , মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরের(Nagpur) চিন্তামণি নগর এলাকায়। নাতিকে মারার জন্য ছেলে এবং বউমার উপরে চড়াও হন ওই প্রাক্তন সিআরপিএফ জওয়ান। বচসার জেরে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে ছেলেকে গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতকে। খবর দেওয়া হয় পুলিশে। হত্যার চেষ্টা ও অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে এই প্রাক্তন সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত পুলিশকে জানান, নাতিকে মারধর করছিলেন ছেলে এবং বউমা। তা সহ্য করতে পারেননি তিনি। রাগ সামলাতে নে পেরে এই ঘটনা ঘটিয়ে বসেন।

এই খবরটিও পড়ুনঃ বুধ সকালে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে কন্টেনারের ধাক্কা, ঘটনায় প্রাণ গেল ১৮ জনের, গুরুতর জখম ৩০, দেখুন ভিডিয়ো