MV Lila Norfolk Hijack : ভারতীয় উপকূল বাহিনীর তৎপরতায় অপহরনের হাত থেকে বাঁচল এমভি লীলা নরফ্লক

নিরপত্তা দিয়ে জাহাজটিকে নির্দিষ্ট গন্তব্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তরফে

Indian Navy Ship 9Photo Credit: Twitter)

এমভি লীলা জাহাজ অপহরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল ভারতীয় উপকূল বাহিনী। ভারতীয় উপকূল রক্ষার তরফে জাহাজটিকে রক্ষার জন্য পাঠানো হয় মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ এবং হেলিকপ্টার। ঘটনাস্থলে পৌছে এমভি লীলা নরফ্লক (MV Lila Norflok) জাহাজের মধ্যে ঢোকেন ভারতীয় নৌবাহিনীর কমান্ডোরা। জাহাজের উপরের ডেক সম্পূর্ণভাবে স্যানিটাইজ করানো হয়। তবে জাহাজের মধ্যে কোন দস্যুর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সম্ভবত ভারতীয় সেনাবাহিনীর সতর্কতার জেরে রাতের মধ্যেই এলাকা ছেড়ে পালায় দস্যুরা।জাহাজের মধ্যে থাকা ২১ জন কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে সন্দেহজনক জাহাজের খোঁজ চালানো হচ্ছে। সেনাবাহিনীর তত্বাবধানে জাহাজটিকে নির্দিষ্ট স্থানে পৌছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি ইজরায়েলের ওপর প্রতিশোধ নিতে ইয়েমেনের হুথি বাহিনীর জাহাজ দখলের পর থেকে এই ধরনের হামলার ধরন বেড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও ভারতীয় উপকূলে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে উপকূল বাহিনী।