IPL Auction 2025 Live

Museums, Art Galleries, Exhibitions to Reopen After 8 Months: দীর্ঘ ৮ মাস পর খুলছে জাদুঘর, আর্ট গ্যালারি; শুরু হবে প্রদর্শনীও

দীর্ঘ ৮ মাস পর খুলছে জাদুঘর (Museums), আর্ট গ্যালারি (Art Gallery) এবং শুরু হচ্ছে প্রদর্শনী (Exhibition)। কোভিড সংক্রমণ (Coronavirus) এড়িয়ে কীভাবে এই সমস্ত কিছুকে পুনরায় চালু করা হবে, সেই নিয়ে সংস্কৃতি মন্ত্রকের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Exhibitions (Photo Credits: ANI|Representational Image)

নয়াদিল্লি, ৫ নভেম্বর: দীর্ঘ ৮ মাস পর খুলছে জাদুঘর (Museums), আর্ট গ্যালারি (Art Gallery) এবং শুরু হচ্ছে প্রদর্শনী (Exhibition)। কোভিড সংক্রমণ (Coronavirus) এড়িয়ে কীভাবে এই সমস্ত কিছুকে পুনরায় চালু করা হবে, সেই নিয়ে সংস্কৃতি মন্ত্রকের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

জাদুঘর, আর্ট গ্যালারি এবং যেকোনও প্রদর্শনী চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্যানিটাইজেশন স্প্রে করতে হবে। এছাড়া এই সমস্ত জায়গায় কর্মরত সকলকে এবং দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। আর্ট গ্যালারি কিংবা জাদুঘরে যেসমস্ত অডিও গাইড রয়েছে, সেগুলিতেও নির্দিষ্ট সময় পর পর জীবানুনাশক স্প্রে করতে হবে। পড়ুন: Traffic Constable Runs 2 km to Clear Traffic Jam: অ্যাম্বুলেন্সকে রাস্তা ফাঁকা করে দিতে ২ কিলোমিটার দৌঁড়লেন কনস্টেবল

তবে এই অডিও গাইডের মত প্রযুক্তিগত জিনিসগুলি বেশি ব্যবহার না করারই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও লিফটের ব্যবহারও সীমিত করা হয়েছে। শুধুমাত্র শারীরিক কিংবা মানসিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্যই এর ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।