Murder: সারাদিন ভূতের রিলস দেখে রাতে অশরীরী আত্মাদের সঙ্গে কথা বলেন, এই অভিযোগে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

সারাদিন মোবাইলে ভূতের রিলস দেখতেন তিনি। ফলে রাতে ঘুমের ঘোরে একা-একাই বকবক করতেন। এতে স্বামী চুন্নিলাল ভাবতে থাকেন পরিবারের খুঁটিনাটি ভূতকে জানান স্ত্রী, তাই ভয়ে তাঁকে খুন করেন তিনি।

প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ রাজস্থানের (Rajasthan) বারমেরে (Barmer)  হাড়হিম করা ঘটনা। সারাদিন ফোনে ভূতের (Ghost) রিলস (Reels) দেখতেন স্ত্রী, রাতে ঘুমের মধ্যে অশরীরী আত্মাদের সঙ্গে বলতেন কথাও, আর এই ভয়ে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন এক ব্যাক্তি। মেয়ে বাধা দিতে আসলে তাকেও আক্রমণ করেন অভিযুক্ত। তাঁর নাম চুন্নিলাল। গত, সোমবার গভীর রাতে ঘুমের ঘোরে স্ত্রী কথা বলতে শুরু করলেই তাঁকে কুড়ুল দিয়ে আঘাত করেন তিনি, স্ত্রী জিয়ো দেবীর চিৎকারে ছুটে আসে মেয়ে সুমিত্রা। বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও কুড়ুল দিয়ে তাকেও আঘাত করেন চুন্নিলাল। চেঁচামেচির আওয়াজ পেয়ে জড়ো হন প্রতিবেশীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিয়ো দেবীকে। তবে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিসকেরা। ওই হাসপাতালেই চিকিৎসাধীন মেয়ে সুমিত্রা। পুলিশ জানিয়েছে,মানসিকভাবে অসুস্থ ছিলেন নিহত জিয়ো দেবী। সারাদিন মোবাইলে ভূতের রিলস দেখতেন তিনি। ফলে রাতে ঘুমের ঘোরে একা-একাই বকবক করতেন। এতে স্বামী চুন্নিলাল ভাবতে থাকেন পরিবারের খুঁটিনাটি ভূতকে জানান স্ত্রী, তাই ভয়ে তাঁকে খুন করেন তিনি।

এই খবরটিও পড়ুনঃ ভরদুপুরে ৫০ লক্ষ টাকা ডাকাতি করে চম্পট দিল দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট



@endif