Murder: চার সন্তানকে জলে ডুবিয়ে মারার চেষ্টা মায়ের, মৃত ২ সন্তান, নিখোঁজ ১

ইতিমধ্যেই দুই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ শিশুর খোঁজ চলছে। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্ত প্রিয়াঙ্কার পরিবারের লোকের সঙ্গে কথা বলছে পুলিশ।

মায়ের হাতে খুন দুই কিশোর (ছবিঃX)

নয়াদিল্লিঃ কোলের চার সন্তানকে জলে ডুবিয়ে মারা চেষ্টা করলেন মা (Mother)। ঘটনায় মৃত্যু হয়েছে দুই সন্তানের (Children)। একজন নিখোঁজ। আর ঘটনাস্থল থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এক সন্তানকে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের (Uttar Pradesh) আউরাইয়াতে। অভিযুক্ত মহিলার নাম প্রিয়াঙ্কা (Priyanka)। জানা গিয়েছে,স্নান করানোর নাম করে নদীতে নিয়ে গিয়ে চার সন্তানকে জলে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘাট থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক শিশুকে সুস্থ অবস্থায় পাওয়া গিয়েছে। বাকি একজন এখনও নিখোঁজ। পলাতক অভিযুক্ত মা,। তাঁকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, প্রিয়াঙ্কার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন। বর্তমানে চার সন্তানকে নিয়ে খুড়তুতো বোনের বাড়িতে থাকতেন তিনি। অভাবের জেরে সন্তানদের খুন করেছেন তিনি? নাকি এই খুনের পিছিনে অন্য কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে আউরাইয়া থানার পুলিশ। ইতিমধ্যেই দুই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ শিশুর খোঁজ চলছে। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্ত প্রিয়াঙ্কার পরিবারের লোকের সঙ্গে কথা বলছে পুলিশ।