Murder: স্টেশনে একা পেয়ে মহিলাকে ধর্ষণের ব্যর্থ চেষ্টা, খুন, অভিযোগে গ্রেফতার ৬০ বছরের ব্যাক্তি

এক মহিলার উপর নির্যাতন চালিয়ে তাঁর দেহ টুকরো-টুকরো করে কেটে ট্রেনে ফেলে দেন অভিযুক্ত ওই ব্যাক্তি। অভিযুক্তের নাম কমলেশ প্যাটেল।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ধর্ষণের (Rape) ব্যর্থ চেষ্টা, খুন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনী (Ujjain) থেকে গ্রেফতার ৬০ বছরের ব্যাক্তি। এক মহিলার উপর নির্যাতন চালিয়ে তাঁর দেহ টুকরো-টুকরো করে কেটে ট্রেনে ফেলে দেন অভিযুক্ত ওই ব্যাক্তি। অভিযুক্তের নাম কমলেশ প্যাটেল। রেলওয়ের (Indian Railways) পুলিশ (Police) সুপার সন্তোষ কোরি বলেন, "নিহত মহিলা ৬ জুন তাঁর স্বামীর সঙ্গে ঝগড়ার করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। মথুরায় যাওয়ার জন্য তিনি উজ্জয়িনী রেলওয়ে স্টেশনে বসেছিলেন। তখনই কমলেশ প্যাটেল তাঁকে প্রলুব্ধ করেন এবং খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হলে তাঁকে খুন করে দেহ ইন্দোর-নাগদা এবং ইন্দোর-দেরাদুন প্যাসেঞ্জার ট্রেনে ফেলে দেন।" তিনি আরও জানান,৩৭ বছরের নির্যাতিতার হাত এবং পা মিলেছে উত্তরাখণ্ডের ঋষিকেশের একটি ট্রেনে । বাকি দেহ উদ্ধার করা হয়েছে ইন্দোরগামী একটি ট্রেন থেকে। অভিযুক্তকে উজ্জয়িনী থেকেই গ্রেফতার করা হয়েছে। অপরাধে ব্যবহৃত ছুরিটি অন্যান্য প্রমাণ সহ উদ্ধার করা হয়েছে তাঁর থেকে।"

এই খবরটিও পড়ুনঃ ১৩০০ ছাড়াল মৃতের সংখ্যা, মক্কায় থামছে না পুণ্যার্থীদের মৃত্যু মিছিল