Murder In Delhi: লাগাতার ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের নাবালকের হাতে খুন এক বাক্তি
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ব্যাক্তির কাছে ওই নাবালকের কিছু ভিডিয়ো ক্লিপিং ছিল। সেগুলি ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন তিনি। নাবালককে এই ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণও করতেন।
আগ্রাঃ ১৫ বছরের নাবালকের বিরুদ্ধে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লির মুজ্জফরনগরে। জানা গিয়েছে, ওই নাবালককে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন মৃত ব্যক্তি। গত ২০ শে মে বাড়ি থেকে ৫০ বছরের এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এর সঙ্গে জড়িত ১৫ বছরের এই নাবালক। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে মৃত ব্যাক্তি। ইতিমধ্যেই ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ব্যাক্তির কাছে ওই নাবালকের কিছু ভিডিয়ো ক্লিপিং ছিল। সেগুলি ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন তিনি। নাবালককে এই ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণও করতেন। গত সোমবার, নিজের বাড়িতে ওই নাবালককে ডেকে পাঠান। সেখানে তাকে ফের ধর্ষণের চেষ্টা করেন তিনি। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করে বছর ১৫'র ওই নাবালক। মৃতের মাথার পিছনে ও গলায় ক্ষতের দাগ পাওয়া গিয়েছে। পুরো ঘটনাটি খতিয় দেখছে পুলিশ।