Murder: গভীর রাতে নৃশংসভাবে খুন জামিনে মুক্ত ব্যবসায়ী, ছুরির আঘাতে ক্ষতবিক্ষত গোটা শরীর

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের সনাক্ত করার কাজ চলছে। পুরনো শ্ত্রুতা নাকি অন্য কোনও কারণ, এই খুনের পিছনে কার হাত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

নিহত সুমিত চৌধুরী (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তর-পূর্ব দিল্লিতে (North East Delhi)  নৃশংসভাবে খুন ব্যবসায়ী (Businessman)। নিজের বাড়ির সামনে তাঁকে খুন করল চার দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে বুধবার (Wednesdayগভীর রাতে। নিহতের নাম সুমিত চৌধুরী। জিম (Gym) এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলের (Tour and Travel) ব্যবসা ছিল তাঁর। উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকার বাসিন্দা তিনি। এই মুহূর্তে একটি খুনের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়ে জামিনে ছিলেন। বৃহস্পতিবার নিজের বাড়িতেই তাঁকে খুন করা হয়। এই ঘটনার পর পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর পূর্ব) জয় টির্কি বলেছেন, "বাড়িতেই সুমিত চৌধুরীর উপর চড়াও হয় তিন-চারজন লোক। দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরই ওই ব্যক্তিরা তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে। নিহতের মুখে, গলায়, বুকে ও পেটে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। শুধুমাত্র মুখে ২১ টি ক্ষতচিহ্ন রয়েছে।" হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।