Murder: একতরফা ভালবাসার জের, পার্লারে ঢুকে কনেকে গুলি করে খুন করলেন যুবক, দেখুন ভিডিয়ো

পুলিশকে গোটা ঘটনাটি জানিয়েছেন কাজলের বন্ধু, বোন এবং পার্লারের কর্মীরা। পলাতক অভিযুক্ত দীপক । তাঁকে খুঁজছে পুলিশ। একতরফা ভালবাসার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

পার্লারে ঢুকে কনেকে গুলি করে খুন করলেন যুবক (ছবি:X)

ঝাঁসিঃ আর কিছুক্ষণের অপেক্ষা,তারপরই স্বপ্নের পুরুষের গলায় মালা দেওয়ার কথা ছিল। সেই মতোই নিজেকে কনের সাজে সাজাতে পার্লারে (Parlour) গিয়েছিলেন ২২ বছরের কাজল। কিন্তু সেখানেই সব শেষ! গুলিবিদ্ধ (Shot)  হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কাজল। বিয়েবাড়ির (Wedding) সব আনন্দ নিমেষে বদলে গেল শোকে। ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে (Jhansi)। মধ্যপ্রদেশের দাতিয়া জেলার সোনাগিরি থানা এলাকার বারগাঁওয়ের বাসিন্দা কাজলের বিয়ে ঠিক হয়েছিল ঝাঁসির রাজ নামে এক যুবকের সঙ্গে। ঝাঁসির ম্যারেজ হল নিশা গার্ডেনে বসেছিল বিয়ের আসর। আত্মীয়-স্বজনরা তখন আসতে শুরু করে দিয়েছেন সেখানে । বোন নেহা এবং বন্ধুর সঙ্গে বাড়ির কাছের এক পার্লারে সাজতে গিয়েছিলেন কাজল। সেখানেই তাঁর উপর চড়াও হন এক যুবক। তাঁকে বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন এবং বলতে থাকেন, '"কাজল বাইরে বেরিয়ে এসো। তুমি আমাদের ঠকিয়েছ।" স্বাভাবিকভাবেই ভয়ে বাইরে যাননি কাজল। এরপরই পার্লারের ভিতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত যুবক। তাঁর নাম দীপক বারগেদ। মাটিতে লুটিয়ে পড়েন কাজল। গুলির শব্দে হৈচৈ পড়ে যায়। ততক্ষণে রক্তে ভিজেছে কনের বিয়ের পোশাক। সেই অবস্থায় তাঁকে ঝাঁসি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে গোটা ঘটনাটি জানিয়েছেন কাজলের বন্ধু, বোন এবং পার্লারের কর্মীরা। পলাতক অভিযুক্ত দীপক । তাঁকে খুঁজছে পুলিশ। একতরফা ভালবাসার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো