Madhya Pradesh: পুলিশি হেফাজতে এক বন্দির রহস্যজনকভাবে মৃত্যু, খুুনের দাবি কংগ্রেসের, তদন্তে পুলিশ

জেলবন্দি অবস্থা রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের র সিভিল লাইন পুলিশ স্টেশনে।

প্রতীকী ছবি

জেলবন্দি অবস্থা রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা (Morena) জেলার সিভিল লাইন পুলিশ স্টেশনে। মৃত ব্যক্তির নাম বালকৃষ্ণ যাদব (৩১), ওরফে সানি। পুলিশসূত্রে জানা গিয়েছে গত রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এক পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে সে থাানার কর্তব্যরত অফিসারকে গিয়ে খবর দেয়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি যুবকটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই থানার অফিসার ইনচার্জ, সিনিয়র কনস্টেবল ও এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছেন পুলিশ সুপার সমীর সৌরভ। জানা যাচ্ছে, দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মৃত আসামী একজন তপশীলী জাতির ছিলেন। আর রাজ্য সরকার ও তাঁদের পুলিশ প্রশাসন খুঁজে খুঁজে দলিত সম্প্রদায়ের ব্যক্তিদের হত্যা করছে। অন্যদিকে মৃতের পরিবারও আত্মহত্যার তত্ত্ব খারিজ করেছে। তাঁদের দাবি, যুবকের ওপর নির্মম অত্যাচার করা হয়েছে। তারফলেই তাঁর মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর পুলিশের ওপর যাতে আঙুল না ওঠে সেই কারণে আত্মহত্যার যুক্তি দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছেন, নিজের শ্যালককে খুন করার অভিযোগ সপ্তাহখানেক আগেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতের তরফ থেকে তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।