Mumbai: রবিবাসরীয় সকালে বাজারে বেরিয়ে বাড়ি ফেরা হল না বৃদ্ধার, BMW-র ধাক্কায় পথেই মৃত্যু

দুর্ঘটনায় জখম বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসারা বৃদ্ধাকে দেখে মৃত বলে জানিয়ে দেন। চিকিৎসা চলছে বৃদ্ধের।

BMW hit Scooty (Photo Credits: X)

মুম্বই, ৭ জুলাইঃ রবিবার ছুটির দিন সকাল সকাল স্বামী-স্ত্রী মিলে গিয়েছিলেন বাজার করতে। কিন্তু বাজার নিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফেরা হল না বৃদ্ধার। রান্নাও চাপলো না বাড়িতে। পথে দ্রুতগতির বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ খোয়ালেন বৃদ্ধা। দুর্ঘটনায় জখম বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসারা বৃদ্ধাকে দেখে মৃত বলে জানিয়ে দেন। চিকিৎসা চলছে বৃদ্ধের।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ মুম্বইয়ের (Mumbai) ওরলির কলিওয়াড়া এলাকা থেকে স্কুটিতে চেপে বাজারে বেরিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। এলাকার জনপ্রিয় মাছের বাজার সাসুন ডক থেকে মাছ কেনার উদ্দেশেই রওনা দিয়েছিলেন স্বামী-স্ত্রী। দোকান বাজার সেরে ঘরে ফেরার পথে ঘটল অঘটন। দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি সজোরে পিছন থেকে এসে ধাক্কা মারে দম্পতির স্কুটিতে। ধাক্কার তীব্রতা এত জোরালো ছিল যে বৃদ্ধ দম্পতি স্কুটি থেকে ছিটকে গাড়ির বনেটের উপর পড়েন।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে দাঁড়াননি বিএমডব্লিউ চালক। বিলাসবহুল গাড়িটি চালিয়ে বেরিয়ে গিয়েছেন তিনি। ধীরে ধীরে লোকজন জড়ো হতে শুরু করে এলাকায়। তাঁরাই বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। মহিলার মৃত্যু হলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ।



@endif