Mumbai- Live-in Relationship and Murder: শ্রদ্ধার স্মৃতি উসকে ভয়াবহ কাণ্ড মুম্বইতে, লিভ-ইন পার্টনারকে খুনের পর দেহ টুকরো করল 'প্রেমিক'

থানের মীরা-ভায়ান্ডার নগর এলাকার ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়। বুধবার রাতে থানের ওই ব্যক্তি নিজের একত্রবাসের সঙ্গীকে খুন করে, তাঁর দেহ কয়েক টুকরোতে কেটে ফেলে।

Representative Image (Photo Credit: Pixabay)

মুম্বই, ৮ জুন: দিল্লির (Delhi)  শ্রদ্ধা ওয়ালকরের খুনের ঘটনার স্মৃতি যেন উসকে উঠল আবার নতুন করে। মুম্বইতে (Mumbai) ৫৬ বছরের এক ব্যক্তি নিজের লিভ-ইন পার্টনারকে খুন করে, তাঁর দেহ টুকরো করে, তা প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেয়। থানের মীরা-ভায়ান্ডার নগর এলাকার ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়। বুধবার রাতে জানা যায়, থানের ওই ব্যক্তি তার একত্রবাসের সঙ্গীকে খুন করে দেহ কয়েক টুকরোতে কেটে ফেলে।

 

রিপোর্টে প্রকাশ, মীরা রোডের গীতা নগরের একটি অ্যাপার্টমেন্টে বছর ৩৬-এর সরস্বতী বিদ্যার সঙ্গে থাকত মনোজ সাহানি। বুধবার  মনোজ, বিদ্যা যে ফ্ল্যাটে থাকত, সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে, পুলিশকে খবর দেন স্থানীয়রা।  মনোজের ফ্ল্যাট থেতে দুর্গন্ধ ছড়াতে শুরু করলেও, তার খোঁজ মেলেনি। খুনের পর মনোজ থানে থেকে বোরিভালিতে চম্পট দেয়।

স্থানীয়দের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায়, খুনের পর সেই দেহাংশ বিভিন্ন টুকরো করে ঘরের বিভিন্ন কোণায় ছড়িয়ে রাখে মনোজ। কী কারণে মনোজ, বিদ্যাকে খুন করে, পুলিশ তার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রাথমিকভাবে ২ জনকে গ্রেফতারও করা হয় পুলিশের তরফে।

গত বছর মে মাসে দিল্লিতে আবতাব পুনাওয়ালা খুন করে তার লিভ-ইন-পার্টনার শ্রদ্ধা ওয়ালকরকে। শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহাংশ টুকরো করে প্রথমে ফ্রিজে ভরে রাখে আফতাব। এরপর শ্রদ্ধার দেহাংশ কাছের জঙ্গলে ছড়িয়ে দেয়। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে হুলুস্থূল শুরু হয়ে যায়।



@endif