Mumbai Shocker: মা-কে মারধরের 'অপরাধ', বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল ছেলে
পুলিশ সূত্রে খবর, প্রকাশ যাতে তার স্ত্রীকে মারধর না করে, তার জন্য ওই কিশোর বাবাকে বারবার নিষেধ করে। ছেলের কথায় কান না দিয়ে প্রকাশ ফের রবিবার স্ত্রীকে মারধর শুরু করে। যা দেখে ক্ষেপে গিয়ে ওই কিশোর ছুরি নিয়ে বাবাকে কোপাতে শুরু করে।
মুম্বই, ২৪ এপ্রিল: মাকে প্রায় প্রতিদিনই মারধর করত বাবা (Father)। মায়ের উপর বাবার অত্যাচারে অতিষ্ট হয়ে চরম সিদ্ধান্ত নিল ছেলে। মাকে যাতে আর কখনও বাবা মারধর করতে না পারে, তার জন্য জন্মদাতাকে কুন করল ১৯ বছরের ছেলে। মুম্বইয়ের (Mumbai) থানের (Thane) এমন ঘটনায় চমকে ওঠেন অনেকে। ঘটনার খবর পেতেই পুলিশ বছর ১৯-এর ওই কিশোরকে গ্রেফতার করে। রিপোর্টে প্রকাশ, বছর ৫২-র প্রকাশ প্রায়শই তার স্ত্রীকে মারধর করত। যা সহ্য করতে না পেরে প্রকাশকে খুন করে তার ছেলে।
পুলিশ সূত্রে খবর, প্রকাশ যাতে তার স্ত্রীকে মারধর না করে, তার জন্য ওই কিশোর বাবাকে বারবার নিষেধ করে। ছেলের কথায় কান না দিয়ে প্রকাশ ফের রবিবার স্ত্রীকে মারধর শুরু করে। যা দেখে ক্ষেপে গিয়ে ওই কিশোর ছুরি নিয়ে বাবাকে কোপাতে শুরু করে।
প্রকাশের চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যদা ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। যদিও হাসপাতালে ভর্তির পরও শেষরক্ষা হয়নি। প্রকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রকাশের মৃত্যুর পর তার ছেলেকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে।