ভারী বৃষ্টিতে ফের ডুবল মুম্বই: লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত, তিনটি গাড়ির সংঘর্ষে আহত ৮, জনজীবন বিপর্যস্ত

ফের ব্যাপক বৃষ্টিতে ডুবল মুম্বই। চলতি বর্ষায় এই নিয়ে মোট তিনবার মুম্বইয়ে ভাসল। মুম্বই ও তার শহরতলির অঞ্চলে রাস্তায় জমে আছে জল। আজ ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবন একেবারে ব্যাহত হয়েছে বলিউডের শহরে।

বানভাসি মুম্বই। (Photo Credits: ANI)

মুম্বই, ২৪ জুলাই: Mumbai Rains News Updates-ফের ব্যাপক বৃষ্টিতে ডুবল মুম্বই। চলতি বর্ষায় এই নিয়ে মোট তিনবার মুম্বইয়ে ভাসল। মুম্বই ও তার শহরতলির অঞ্চলে রাস্তায় জমে আছে জল। আজ ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবন একেবারে ব্যাহত হয়েছে বলিউডের শহরে। লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্য়যাত্রীরা একেবারে নাকাল হয়েছেন।

ব্যাপক বৃষ্টিতে আন্ধেরিতে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৮জন আহত হয়েছেন। স্যান্তাক্রুজ, কুরলা, সিওনের মত অভিজাত অঞ্চলে ব্যাপক জলা জমায় বাস রুট পরিবর্তন করা হয়েছে। আরও পড়ুন-কেমন যাবে আজ আপনার দিন

বৃষ্টিতে মুম্বইয়ের লোকালের বেশ কয়েকটি লোকাল ট্রেন মিনিট ১৫ দেরিতে চলছে। পুরো বানিজ্য শহরের লাইফলাইন লোকাল ট্রেন দেরিতে চলায় মুম্বইয়ের গতি কমে গিয়েছে।

রাস্তায় জল জমে থাকায় ব্যাপক ট্র্যাফিক জ্যাম হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা- থানে, পালঘর, রত্নাগিরিতে আরও ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। জলমগ্ন এলাকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।