Disha Salian death case: সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় বিজেপি বিধায়ককে তলব করল মুম্বই পুলিশ

বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। তাঁরও মৃত্যু ছিল রহস্যজনক।

বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) রহস্যজনক মৃত্যুর কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (Disha Salian)। তাঁরও মৃত্যু ছিল রহস্যজনক। মালাডের ১৪ তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ৪ বছর পেরিয়ে গেলেও এখনও এই মৃত্যুর কিনারা করতে পারেনি মুম্বই পুলিশ। এই ঘটনার তদন্ত এখনও জারি রেখেছেন তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নিতীশ রানে এই ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। তাঁর দাবি, দিশার আত্মহত্যা বা কোনও দুর্ঘটনার কারণে মৃত্যু হয়নি। বরং তাঁকে খুন করা হয়েছে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তাঁকে তলব করে মুম্বই পুলিশ। জানা যাচ্ছে. আগামীকাল অর্থাৎ ১২ জুলাই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

মূলত, তাঁর এই দাবি কতটা যুক্তিসঙ্গত এবং তাঁর কাছে কোনও চাঞ্চল্যকর প্রমাণ আছে কিনা, তা জানার জন্যই এদিন তাঁকে তলব করা হয়েছে। যদিও এই নিয়ে নিতীশ রানে এখনও কোনও মন্তব্য করেননি এবং তিনি আদৌ আগামীকাল যাবেন কিনা সেই বিষয়েও কিছু জানা যায়নি। প্রসঙ্গত ৪ বছর ধরে এই তদন্তের গতিপ্রকৃতি সেভাবে এগোয়নি বলে দাবি বিরোধী শিবিরের। যদিও এই ঘটনা যখন ঘটেছিল তখন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকার ছিল এবং বিরোধী শিবিরে ছিল বিজেপি। এখন রাজনৈতিক প্রেক্ষাপট উল্টাতেই বিজেপি সরকারের ওপর এই মামলা নিয়ে চাপ দিতে শুরু করেছে শিবসেনা (উদ্ধব শিবির)।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ জুন আচমকাই মালাডের একটি বিল্ডিং কমপ্লেক্স থেকে উদ্ধার হয় দিশার দেহ। প্রাথমিক তদন্তে মনে করা হয় ছাঁদ থেকে পড়েই মৃত্যু হয়েছে তাঁর। তবে এই ঘটনার মোড় তখনই ঘুরে যায় যখন ওই বছরেরই ১৪ জুন মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। কারণ পেশাগত কারণে সুশান্তের প্রাক্তন ম্যানেজার ছিলেন দিশা। ফলে এই দুই মৃত্যুর ঘটনায় যোগসূত্র থাকার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে।