Mumbai: থানের বেআইনি ডান্স বারে পুলিশের হানাদারি, কীর্তি দেখে চোখ কপালে প্রশাসনের
ডান্স বারে পুলিশ হানা দিলে, সেখানে একাধিক বেআইনি কাজ চোখে পড়ে তাঁদের। যা দেখে ওই ডান্স বার থেকে পরপর ৫০ জনকে আটক করে পুলিশ।
থানে, ১২ ডিসেম্বর: থানের (Thane) বেআইনি ডান্স বারে (Dance Bar) হানা দিল পুলিশ (Police)। ডম্বিভালির থানের ডান্স বারে হানা দিয়ে সেখানে থেকে ৫০ জনকে আটক করল পুলিশ। যার মধ্য ২৬ জন মহিলা। পুলিশ সূত্রে মিলছে এমন খবর। জানা যাচ্ছে, শনিবার রাতে গ্রাহক সেজে থানের ওই ডান্স বারে হানা দেন পুলিশের দুই কর্মী। ডান্স বারে পুলিশ হানা দিলে, সেখানে একাধিক বেআইনি কাজ চোখে পড়ে তাঁদের। যা দেখে ওই ডান্স বার থেকে পরপর ৫০ জনকে আটক করে পুলিশ। সেই সঙ্গে প্রায় ৩০ হাজার টাকার একাধিক জিনিসপত্র উদ্ধার করা হয় বলে খবর।
বেআইনি ডান্স বার থেকে যাঁদের আটক করা হয়, ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। ইতিমধ্যেই ধৃতদের উপর পুলিশ নজর রাখতে শুরু করেছে।