Mumbai- Live-in Relationship and Murder: লিভ-ইন-পার্টনারকে খুনের পর দেহাংশ টুকরো করে বাসনপত্রে ভরে রাখে মনোজ
পুলিশ মনোজ সাহানি নামে অভিযুক্তকে গ্রেফতার করে। কী কারণে ৫৬ বছরের মনোজ লিভ-ইন-পার্টনারকে খুন করে, তা খতিয়ে দেখছে পুলিশ।
মুম্বই, ৮ জুন: শ্রদ্ধা ওয়ালকরের খুনের পর এবার ফের লিভ-ইন-পার্টনারকে খুনের অভিযোগ উঠল মনোজ সাহানি নামে েক ব্যক্তির বিরুদ্ধে। থানের মীরা রোডের ওই ফ্ল্যাট থেকে গন্ধ বের হতে শুরু করলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৬ বছরের সরস্বতী বিদ্যার দেহাংশ উদ্ধার করে। মুম্বইয়ের (Mumbai) পুলিশ আধিকারিক জয়ন্ত বজবল জানান, মনোজ সাহানির প্ল্য়াটে গিয়ে দরজা ভাঙতে হয়। এরপর ঘরের মধ্যে প্রবেশের পর সেখানকার বিভিন্ন বাসনপত্র, প্লাস্টিকের বালতি এবং প্লাস্টিকে মোড়ানো দেহাংশ উদ্ধার করা হয়।
ওই ঘটনার পরপরই পুলিশ মনোজ সাহানি নামে অভিযুক্তকে গ্রেফতার করে। কী কারণে ৫৬ বছরের মনোজ লিভ-ইন-পার্টনারকে খুন করে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত ৩৬ বছরের সরস্বতী বিদ্যার দেহাংশ উদ্ধার করে পুলিশ তা জেজে হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
মনোজ সাহানির এক প্রতিবেশী জানান, তিনি ওই ব্যক্তি এবং তাঁর সঙ্গীকে চেনেন না। ফ্ল্যাটে তাকলেও, তাঁরা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না। মনোজ সাহানির ফ্ল্য়াট থেকে ইঁদুর মরার পর যেমন দুর্গন্ধ বের হয়, তেমন গন্ধ নাকে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা কল্পনাও করতে পারেননি, ফ্ল্যাটের মধ্যে এমন কিছু ঘটতে পারে।