Mumbai: দম্পতির অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল করার অভিযোগে গ্রেফতার 'বন্ধু'
ভিডিয়োগুলি ডিলিট না হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনার তদন্ত করে কান্দিভালি সামতা নগর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা রুজু করেছে।
নয়াদিল্লিঃ এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো(Intimate Video) ফাঁস করে দেওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃতের নাম জশুয়া ফ্রান্সিস। জানা গিয়েছে, মুম্বইয়ের (Mumbai) এক দম্পতির অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল (Viral Video)করে সে। শুধু তাই নয়, ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মহিলার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় সে। জানা গিয়েছে, ফ্রান্সিস আসলে অভিযোগকারিনীর স্বামীর বন্ধু। অভিযোগকারিনীর স্বামী নেশাগ্রস্ত। সংসারে এই নিয়ে অশান্তি লেগেই থাকত। স্ত্রীর সম্মানহানীর জন্য স্বামী নিজেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো বন্ধুকে দেন। এরপরই শুরু হয় ব্ল্যাকমেইল। মহিলাকে ফোন করতে থাকে অভিযুক্ত। বিভিন্ন সাইটে এ সব ভিডিয়ো আপলোড করে তার লিঙ্ক পাঠানো হয় ওই গৃহবধূকে। ফ্রান্সিস ওই মহিলাকে বলেন, তার চেনা একজন রয়েছে যে এই ধরনের ভিডিয়ো ডিলিট করতে পারে। তবে তার জন্য ৫০ হাজার টাকা লাগবে। তার কথায় বিশ্বাস করে ৫০ হাজার টাকা দিয়ে বসেন অভিযোগকারিনী। এরপরও ভিডিয়োগুলি ডিলিট না হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনার তদন্ত করে কান্দিভালি সামতা নগর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা রুজু করেছে। ফ্রান্সিসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়, ফ্রান্সিস স্বীকার করেছেন যে তিনি তার স্বামীর কাছ থেকে মহিলার ভিডিও এবং ছবি পেয়েছেন। পুলিশকে সে জানায়, প্রথমে তাঁদের ভিডিয়ো পর্ণ সাইটে আপলোড করেছিল সে। সেগুলি মুছে ফেলার জন্য মহিলার কাছ থেকে টাকা নিয়ে পরে ব্যক্তিগত ফাইলগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। একজন পুলিশ আধকারিক জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে।