Mumbai Fire Update: মুম্বইয়ের বহুতলে আগুন লেগে অন্তত ৭ জনের মৃত্যু

মুম্বইয়ের ২০ তলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মুম্বইয়ের তারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কে গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে। বাসিন্দারা জানিয়েছেন সকাল ৭টার দিকে আগুন লাগে।

Fire At Mumbai High-Rise (Photo: ANI)

মুম্বই, ২২ জানুয়ারি: মুম্বইয়ের (Mumbai)  ২০ তলা আবাসিক ভবনে আগুন (Fire) লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মুম্বইয়ের তারদেও এলাকার (Tardeo area) গোয়ালিয়া ট্যাঙ্কে গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা বিল্ডিংয়ের (Kamla Building) ১৮ তলায় আগুন লাগে। বাসিন্দারা জানিয়েছেন সকাল ৭টার দিকে আগুন লাগে।ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, বহুতল থেকে আগুনের শিখা বের হচ্ছে। আকাশ ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৩টি ইঞ্জিন। আবাসনে আটকে পড়া বেশ লোকজনকে বের করে আনা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আগুন নেভানোর কাজ এখনও চলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আধিকারিকরা জানিয়েছেন যে আহতদের তিনটি কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৫ জন নায়ার হাসপাতালে মারা গেছেন, ১ জন কস্তুরবা হাসপাতালে মারা গেছেন এবং অন্য একজন ভাটিয়া হাসপাতালে মারা গেছেন। আরও পড়ুন: IPL 2022 Mega Auction: আইপিএল মেগা নিলামের জন্য ১,২১৪ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন, জানাল বিসিসিআই

মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে ৬ জন বয়স্ক ব্যক্তির অক্সিজেনের প্রয়োজন হয় এবং তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।