Mumbai Boat Capsize: 'জলের স্রোতে নিথর ছোট শিশুর দেহ, মানুষ কাঁদছিল, চিৎকার করছিল', মুম্বইতে নৌকাডুবিতে ভয়াবহ অভিজ্ঞতা উদ্ধারকারীদের
উদ্ধারকারী দলের এক সদস্য জানান, নৌকাডুবির পর জলে এক ছোট্ট শিশুর দেহ দেখতে পান। বুকে জল ঢুকে যাওয়ায় ওই শিশুর শরীর নিথর হয়ে যায়। কোনওক্রমে তাকে উদ্ধার করে বুকে পাম্প শুরু হয়। ক্রমাগত প্রচেষ্টার পর অবশেষে নিঃশ্বাস, প্রশ্বাস স্বাভাবিক হয় ওই শিশুর।
মুম্বই, ১৯ ডিসেম্বর: বুধবার মুম্বইতে (Mumbai) গেটওয়ে অফ ইন্ডিয়ার (Boat Capsize) কাছে যে নৌকাডুবি হয়, তার জেরে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলছে। সেই সঙ্গে আহত ১০৫ জন। তাঁদের প্রত্যেকের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। মুম্বইতে নৌকাডুবিতে উদ্ধার করা যাত্রীরা একের পর এক তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফান্টা দ্বীপে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই নৌকাটি। যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা। সেখানে যেতে গিয়েই নৌকাডুবির মত দুর্ঘটনা ঘটে যায়।
নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং মুম্বই পুলিশ একযোগে উদ্ধার কাজ শুরু করে মানুষের প্রাণ বাঁচাতে। উদ্ধারকারী দলগুলি যখন পৌঁছয়, তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা হয়। দুর্ঘটনাস্থলে যেতেই মানুষের চিৎকার, কান্না ভেসে আসতে শুরু করে বলে জানান তাঁরা। নৌকাডুবির পর সাহায্যের জন্য মানুষ চিৎকার শুরু করেন। মানুষের চিৎকার, কান্নায় ভেসে যেতে শুরু করে চারপাশ বলে জানান উদ্ধারকারীরা।
আরও পড়ুন: Mumbai Boat Capsize: পরপর মৃত্যু, যাত্রী বোঝাই বোট ডুবল মুম্বইতে, সলিল সমাধি ১৩ জনের, উদ্ধার ১০১
উদ্ধারকারী দলের এক সদস্য জানান, নৌকাডুবির পর জলে এক ছোট্ট শিশুর দেহ দেখতে পান। বুকে জল ঢুকে যাওয়ায় ওই শিশুর শরীর নিথর হয়ে যায়। কোনওক্রমে তাকে উদ্ধার করে বুকে পাম্প শুরু হয়। ক্রমাগত প্রচেষ্টার পর অবশেষে নিঃশ্বাস, প্রশ্বাস স্বাভাবিক হয় ওই শিশুর। মহিলা এবং শিশুদের কীভাবে প্রথমে উদ্ধার করা যায়, সেই চেষ্টাই নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনীর তরফে শুরু করা হয় প্রথমে বলে জানা যায়।
সবকিছু মিলিয়ে বুধবার দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করলে, ৩.৫৫ নাগাদ নৌকাডুবির ঘটনা ঘটে। তারপর থেকেই শুরু হয় চাঞ্চল্য। তবে শতচেষ্টার পরও পরপর ১৩ জনের মৃত্যুর খবর মেলে দুর্ঘটনায়।