Mumbai: রাতভর পার্টি, দেদার হুল্লোড়,ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রের নিথর দেহ

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ফ্ল্যাট(Flat) থেকে উদ্ধার পড়ুয়ার নিথর দেহ(Dead Body)। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে(Mumbai)। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অনুরাগ জয়সওয়াল। মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সের( Tata Institute of Social Sciences) পড়ুয়া(Student) তিনি। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে পার্টিতে(Party) গিয়েছলেন। পরদিন অর্থাৎ শনিবার ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনুরাগ লখনউয়ের বাসিন্দা। তিন মাস হয়েছে পড়াশোনার জন্য মুম্বই আসেন। তিনজন যুবকের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভাসীতে একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। শরীর ভাল লাগছে না জানিয়ে সবার এগে পার্টি থেকে বাড়ি চলে আসেন। পরদিন সকালে ডাকাডাকি করে সাড়া না মেলায় বন্ধুদের সন্দেহ হয়। এরপর ঘর থেকে অচেতন অবস্থায় পাওয়া যায় অনুরাগকে। চেম্বুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শারীরিক অসুস্থতার বা অতিরিক্ত মদ্যপানের জেরেই সম্ভবত মৃত্যু, এমনটাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। আপাতত দুর্ঘটনার কারণে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। তবে এই মৃত্যুর পিছিনে র‍্যাগিং বা অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অনুরাগের বাড়ির লোক মুম্বই এসে পৌঁছলে ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রের দেহ