Mukesh Sahani: বিহারের দারভাঙ্গায় খুন প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানির বাবা, বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ
প্রাথমিক তথ্য অনুযায়ী, জিতান সাহানি ছাড়াও ওই বাড়িতে ২ থেকে ৩ জন পরিচারিকা ও একজন চালক থাকতেন। এই ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। কী কারণ থাকতে পারে এই খুনের পিছনে? তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
নয়াদিল্লিঃ বিহারের ভিআইপি পার্টির ( VIP Party) সভাপতি ও বিরোধী ভারত ব্লক নেতা মুকেশ সাহানির (Mukesh Sahani) বাবা খুন । বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানির বাবা জিতান সাহানির (Jitan Sahani) দেহ দারভাঙ্গায় (Darbhanga)তাঁর পৈতৃক বাসভবনে বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দারভাঙ্গার এসএসপি জগুনাথ রেড্ডি জানান, মঙ্গলবার সকালে সুপল বাজার এলাকার আফজালা পঞ্চায়েতের বাড়ির ভিতরে জিতান সাহানির দেহ পাওয়া গিয়েছে। তিনি বলেন, "মঙ্গলবার সকালে ঘরের ভিতর বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে জিতান সাহানির দেহ। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন এসডিপিও মনীশ চন্দ্র চৌধুরী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিরাউল থানার পুলিশ। " প্রাথমিক তথ্য অনুযায়ী, জিতান সাহানি ছাড়াও ওই বাড়িতে ২ থেকে ৩ জন পরিচারিকা ও একজন চালক থাকতেন। এই ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। কী কারণ থাকতে পারে এই খুনের পিছনে? তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। খবর পেয়ে মুম্বই থেকে দারভাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছেন ছেলে মুকেশ সাহানি।