Jio platform: ফেসবুক ও ইউটিউবের পালটা! ভারতে শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্ম আনছে জিও
এই অ্যাপের প্রথম ১০০ জন সদস্য শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হতে পারবেন। তাঁদের প্রোফাইলে একটি গ্লোডেন টিকিট ভেরিফিকেশনও দেওয়া হবে।
নয়াদিল্লি: মেটার নিয়ন্ত্রণে (Meta owned) থাকা ইনস্ট্রাগাম (Instagram) ও ফেসবুক (Facebook) এবং ইউটিউবের (YouTube) পাশাপাশি এবার শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্মের (short video format platform) দুনিয়ায় পা রাখতে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নেতৃত্বাধীন টেলিকম জায়েন্ট জিও (Telcom Giant Jio)। খুব তাড়াতাড়ি ভারতে (India) 'প্ল্যাটফর্ম' (Platform) নামে একটি শর্ট ভিডিয়ো ফরম্যাট অ্যাপ (short video format app) আনতে চলেছে তারা। আশা করা হচ্ছে এই অ্যাপটি ফেসবুক ও ইনস্ট্রাগাম রিলস (reels) যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে।
এপ্রসঙ্গে প্রকাশিত একটি প্রেস বিবৃতি থেকে জানা গেছে, এন্টারটেনারদের জন্য রোলিং স্টোনস ইন্ডিয়া (Rolling Stones India), ক্রিয়েটিভল্যান্ড এশিয়া (Creativeland Asia) ও জিও প্ল্যাটফর্ম লিমিটেড (Jio Platforms Limited) যৌথভাবে প্ল্যাটফর্ম নামক শর্ট ভিডিয়ো অ্যাপটি চালু করছে। এই অ্যাপের লক্ষ্য হল, তারকা এন্টারটেনার যাতে এর মাধ্যমে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে রোজগারের স্থিতিশীলতা বজায় রাখতে পারে। ক্রিয়েটার, গায়ক, অভিনেতা, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, কৌতুক অভিনেতা, ফ্যাশান ডিজাইনারের পাশাপাশি এমন সবাইয়ের জন্য তৈরি করা হচ্ছে যারা সাংস্কৃতিক প্রভাব বিস্তারক হতে চান।
তিনটি কোম্পানির তরফে আরও জানানো হয়েছে, এই অ্যাপের প্রথম ১০০ জন সদস্য শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হতে পারবেন। তাঁদের প্রোফাইলে একটি গ্লোডেন টিকিট ভেরিফিকেশনও দেওয়া হবে। এই আসল সদস্যরাই অন্যান্য শিল্পদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্ম অ্যাপে আমন্ত্রণ জানাবেন।