MP: অনলাইন ক্লাস বন্ধ করে পর্নোগ্রাফি, মধ্যপ্রদেশে 'জুমবম্বিংয়ের' ঘটনায় চাঞ্চল্য
পুলিশ সূত্রে খবরস, অভিযুক্ত অনিকেত সিং রাজপুত (২২) মহর্ষি পতঞ্জলি কলোনির বাসিন্দা। অন্যদিকে আদিত্য প্রতাপ সিং গান্ধী নগর এলাকার বাসিন্দা বলে খবর। এই দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ।
ইন্দোর, ২৩ জুন: 'জুমবম্বিং' করার অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। পর্নোগ্রাফি কনটেন্ট নিয়ে অনলাইন ক্লাসের মাঝে আচমকা প্রবেশ করায় ওই দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। জুমবম্বিং এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে পর্নোগ্রাফি কনটেন্ট অনলাইনের মাধ্যমে ব্যবহার করে অপরের কাজে ব্যাঘাত ঘটানো যায়। মধ্যপ্রদেশের এই ঘটনা সামনে আসতেই সাইবার ক্রাইম দফতর নড়েচড়ে বসে। জুমবম্বিংয়ের মাধ্যমে অপরাধীরা অনৈতিকভাবে অর্থ সংগ্রহের কাজও করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবরস, অভিযুক্ত অনিকেত সিং রাজপুত (২২) মহর্ষি পতঞ্জলি কলোনির বাসিন্দা। অন্যদিকে আদিত্য প্রতাপ সিং গান্ধী নগর এলাকার বাসিন্দা বলে খবর। এই দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ।
আরও পড়ুন: MP: ইন্দোরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, নিহত ৫, আহত বহু
জানা যাচ্ছে, অনিকেত সিং রাজপুত এবং আদিত্য প্রতাপ সিং প্রথমে অনলাইন ক্লাস থেকে শিক্ষকদের সরিয়ে দেয়। তারপরপর্নোগ্রাফি কনটেন্টের মাধ্যমে নিজেদের কার্যসিদ্ধি শুরু করে।