MP : যুবকদের কর্মসংস্থান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে কড়া ভাষায় আক্রমন কমলনাথের

যুবকদের কর্মসংস্থান নিয়ে মধ্যপ্রদেশ সরকারের ওপর আক্রমন শানেন কমলনাথ

যুবকদের কর্মসংস্থানের বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কড়া ভাষায় আক্রমন করলেন কংগ্রেসের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ সিং।

বেরোজগার মহাপঞ্চায়েতের একটি অনুষ্ঠানে এসে তিনি জানান"আমি অবাক, এখানে কি ধরনের সরকার চলছে?একটা সরকার যাদের মুখ্য বিষয় যুবকরা নয়।সেগুলিকে ছুড়ে ফেলে দেওয়া উচিত। আমি এই কড়া কথা গুলো বলছি কারণ যুবকরা দেশের ভবিষ্যৎ। বর্তমানে এখন কোন ধরনের বিনিয়োগ মধ্যপ্রদেশে আসে না। শিবরাজ সিং (জী) প্রথমে পদগুলিকে পূর্ণ করুন তারপর অন্যান্য কাজ করবেন। "

কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি যুবকের কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিধেছিলেন। যুবকদের রোজগারের ব্যবস্থা না করে দিলে সেই সরকারকে পাল্টে ফেলারও নিদান দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার সেই একই বক্তব্য শোনা গেল কমলনাথের মুখেও।