BJP Second List For MP Elections: তিন কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী, ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয়কে দাঁড় করালো বিজেপি

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। শিবরাজ সিং চৌহানের রাজ্যে ক্ষমতা ধরে রাখতে বেশ কিছু চমক দিল পদ্ম শিবির। মধ্যপ্রদেশে বিজেপির বিধানসভার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তিন কেন্দ্রীয় মন্ত্রীর নাম।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Photo Credit: ANI)

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ( MP Assembly Election 2023) দ্বিতীয় দফায় ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। শিবরাজ সিং চৌহানের রাজ্যে ক্ষমতা ধরে রাখতে বেশ কিছু চমক দিল পদ্ম শিবির। মধ্যপ্রদেশে বিজেপির বিধানসভার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তিন কেন্দ্রীয় মন্ত্রীর নাম। সঙ্গে আছেন এক সাংসদও। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার Narendra Singh Tomar)-কে দিমানি বিধানসভায় দাঁড় করালো বিজেপি। কেন্দ্রীয় গ্রামীন উন্নয়ন প্রতিমন্ত্রী ফগন সিং কুলাস্তে (Faggan Singh Kulaste)-কে নিওয়াস ভোটে লড়বেন নিওয়াস থেকে। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel) লড়বেন নরসিংহপুর থেকে। দাপুটে সাংসদ রাকেশ সিংকে দাঁড় করানো হল জব্বলপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে।

কংগ্রেসের দখলে থাকা ইন্দোর-১ থেকে দাঁড় করানো হল এক সময় বাংলার দায়িত্বে থাকা বিতর্কিত নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। ইন্দোরের প্রাক্তন মেয়র বিজয়বর্গীয় এর আগে কখনও বিধানসভা নির্বাচনে হারেননি। মহিলাদের কুরুচিকর পোশাকে শূর্পনখা লাগে বলে বিতর্কে জড়িয়েছিলেন। এর আগে কৈলাসের ছেলে আকাশ বিজয়বর্গীয় আধিকারিকে পিটিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। আরও পড়ুন-এক বছর পর জনসমক্ষে সেই নূপুর শর্মা, বিবেক অগ্নিহোত্রীর সিনেমার প্রচারে বিজেপির বিতর্কিত প্রাক্তন মুখপাত্র

দেখুন টুইট

গত ১৭ অগাস্ট মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা আসন আছে। চলতি বছরের শেষে সেখানে ভোট হবে।