Ghaziabad:মশার ধূপ থেকে চরম বিপত্তি, আগুনে পুড়ে মৃত্যু ২ নাবালকের
কোলের দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন নীরজ এবং তাঁর স্ত্রী।
নয়াদিল্লিঃ মশা তাড়ানোর ধূপ(Mosquito Repellent Sticks ) থেকে আগুন লাগল ঘরে। আগুনে পুড়ে মৃত্যু দুই শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের(Ghaziabad) প্রশান্ত বিহার এলাকায়। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন নীরজ নামে এক ব্যক্তি। ছেলেদের ঘরে মশার ধূপ জ্বালিয়ে নিজের ঘরে ঘুমোতে আসেন নীরজ। রাত ১ টা নাগাদ ধোঁয়ার গন্ধে ঘুম ভাঙে তাঁর। দুই সন্তানের ঘরে এসে দেখেন আগুনে জ্বলছে গোটা ঘর। ছেলেদের বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালান নীরজ। কিন্তু ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ছেলের। আরেকজনকে কোনওরকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মশার ধূপই কাড়ল প্রাণ
জানা গিয়েছে, মৃত দুই নাবালকের একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। অপরজন দশম শ্রেণীর। নিহত নাবালকদের বাবা নীরজ জানিয়েছে, এদিন সন্ধ্যা থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। তাই মদশার ধূপ জ্বালানো হয়। তা থেকে যে এই দুর্ঘটনা ঘটে যাবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তিনি। নীরজ আরও জানান, দুটি ইটের মাঝে মশার ধূপটি জ্বালিয়ে রেখে এসেছিলেন তিনি। পাশেই কম্পল জড়িয়ে শুয়েছিল দুই ছেলে। কোনওরকম ভাবে ওই কম্বলে আগুন লেগে যায়। সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। কোলের দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন নীরজ এবং তাঁর স্ত্রী।
মশার ধূপ থেকে চরম বিপত্তি, আগুনে পুড়ে মৃত্যু ২ নাবালকের