Bihar: গত ৩ বছরে বিহারে প্রতিদিন নিখোঁজ হচ্ছে ১৫-রও বেশি বাচ্চা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

গত তিন বছর ধরে প্রতিদিন বিহার থেকে নিখোঁজ (Missing) হয়ে যাচ্ছে ১৫-রও বেশি ছেলেমেয়ে। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর তথ্য (Police Data) প্রকাশ্যে আনল বিহার পুলিশ।

Bihar Police Representational Image | (Photo Credits: File Image)

পাটনা, ৭ জুন: গত তিন বছর ধরে প্রতিদিন বিহার থেকে নিখোঁজ (Missing) হয়ে যাচ্ছে ১৫-রও বেশি ছেলেমেয়ে। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর তথ্য (Police Data) প্রকাশ্যে আনল বিহার পুলিশ। গত তিন বছরে ১৬ হাজার ৫৫৯ জন ছেলেমেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে বিহার পুলিশ ও রেলপুলিশের কাছে। চমকে য়াওয়ার ঘটনা এই যে, এর মধ্যে ৭ হাজার ২১৯ জন ছেলে মেয়ে হয় বাড়িতে ফিরে এসেছে অথবা রাজ্য পুলিশ উদ্ধার করেছে। তবে নিখোঁজ হওয়া ছেলেমেয়েদের মধ্যে ৫৫ শতাংশ অর্থাৎ ৯ হাজার ৩৪০ জন বাচ্চার এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।

শুধু ২০২১ সালে  বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে ৬ হাজার ৩৯৫ জন ছেলেমেয়ে।বিহারের বিভিন্ন থানায় দায়ের হওয়া নিখোঁজ ডায়েরি থেকে এই তথ্য মিলেছে। এরমধ্যে পুলিশ  ২ হাজার ৮৩৮ জন ছেলে মেয়েকে খুঁজে পেয়েছে অথবা তারা নিজেরাই বাড়ি ফিরে এসেছে।  কিন্তু ৩ হাজার ৫৫৭ জন ছেলেমেয়ে এখনও নিখোঁজ। আরও পড়ুন-Sidhu Moose Wala Murder: সিধু মুসাওয়ালা হত্যা মামলায় অভিযুক্তের পাশে নেই কোনও আইনজীবী, জানাল বার অ্যাসোসিয়েশন

একইভাবে ২০২০-তে বিহারের বিভিন্ন থানায় ও বহার রেল পুলিশের কাছে ২ হাজার ৮৬৭ জন ছেলেমেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। যার মধ্যে ১ হাজার ১৯৩ জন বাড়ি ফিরে এসেছে।

বিহারে ২০১৯-এ নিখোঁজ হওয়া ছেলেমেয়ের সংখ্যা সর্বোচ্চ। সে বছর বিহার থেকে নিখোঁজ হয়ে যায় ৭ হাজার ২৯ জন বাচ্চা। তার মধ্যে এখনও পর্যন্ত ৩ হাজার ১৮৮ জন বাচ্চাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছে পুলিশ। বাকি ৪ হাজার ১০৯ জন বাচ্চা এখনও নিখোঁজ।

বিহারে সবচেয়ে বেশি বাচ্চা নিখোঁজ হয়েছে রাজধানী পাটনা থেকে। এরপরেই রয়েছে গয়া, ভাগলপুর, মোতিহারি, বৈশালী, মুজাফ্ফরপুর, সারান, গোপালগঞ্জ, রোহতাস। এই জেলাগুলি থেকে প্রতিবছর  ২০০-র মতো ছেলেমেয়ে নিখোঁজ হয়ে যায়। ২০২১ সালে পাটনা পুলিশের কাছে ৮৩০ জন ছেলেমেয়ের নিখোঁজ হওয়ার অভিয়োগ জমা পড়ে। ২০২০-তে ৩৬০ জন ছেলেমেয়ের নিখোঁজ হওয়ার অভিয়োগ জমা পড়েছিল। আর সেখানে ২০১৯-এ পাটনা পুলিশের কাছে ৮৭০ জন ছেলেমেয়ের নিখোঁজ হওয়ার অভিয়োগ জমা পড়ে। পাটনায় নিখোঁজ হওয়া বাচ্চাদের মধ্য়ে উদ্ধারের হার ৫০ শতাংশেরও কম।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement