IPL Auction 2025 Live

Monsoon hits Kerala: অপেক্ষার অবসান, অবশেষে এসে গেল বর্ষা, কেরল উপকূলে ঢুকে পড়ল মৌসুমি বায়ু

আসার কথা ছিল ৬ তারিখ। কথা রাখেনি। অপেক্ষা করিয়ে দুদিন পড়েই দেখা দিল।

কেরলে ঢুকে পড়ল বর্ষা(Photo Credit- ANI

কোচি, ৮ জুন, ২০১৯: আসার কথা ছিল ৬ তারিখ। কথা রাখেনি। অপেক্ষা করিয়ে দুদিন পড়েই দেখা দিল। এক লহমায় দহন যেন কর্পূরের মত উবে গেল। মৌসম ভবনের পূর্বাভাস মতোই আজ ৮ জুন কেরল উপকূলে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর এরই সঙ্গে দেশে আগমন ঘটল বহু প্রতিক্ষিত বর্ষার(Monsoon)।মৌসম ভবনের পক্ষ থেকে বর্ষার আগমন বার্তা জানানো হয়েছে।

আজ থেকেই কেরলের (Kerala) উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির প্রকোপ বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ুর প্রভাবে কেরলের ত্রিশূর, এর্ণাকুলাম, কোঝিকোড়ে, মালাপ্পুরম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই চার জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে।আরও পড়ুন,এক গামলা জলে বসে বৃষ্টির জন্য পুজো করছেন বেঙ্গালুরুর দুই পুরোহিত, হেসে খুন নেটদুনিয়া

ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rain)সঙ্গে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কর্নাটক এবং কেরল উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে লাক্ষাদ্বীপেও শুরু হয়েছে ঝড়বৃষ্টি। কেরলে বর্ষা এসে যাওয়ায় আগামী এক সপ্তাহে তা দেশের অন্যান্য ভাগেও ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরপূর্বের রাজ্যগুলিতে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি