Monkeypox: সাবধান, কেরলে ধরা পড়ল মাঙ্কিপক্স; UAE থেকে ফেরার পরই আক্রান্ত যুবক

কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ জানান, মালাপুরমের বাসিন্দা বছর ৩৮-এর এক ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমীরশাহি থেকে ফেরেন। সংযুক্ত আরব আমীরশাহি থেকে ফেরার পরপরই ওই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়।

Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ১৮ সেপ্টম্বর: আতঙ্ক ছড়াচ্ছে  মাঙ্কিপক্স (Monkeypox)। এবার কেরলে (Kerala) ধরা পড়লেন মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি।  মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়ার পরপরই তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে। সেই সঙ্গে মাঙ্কিপক্স নিরাময়ে করা হয়েছে সমস্ত পদক্ষেপ।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ জানান, মালাপুরমের বাসিন্দা বছর ৩৮-এর এক ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমীরশাহি (UAE) থেকে ফেরেন। সংযুক্ত আরব আমীরশাহি থেকে ফেরার পরপরই ওই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। মাঙ্কিপক্সের উপসর্গ শরীরে দেখা দিতেই ওই ব্যক্তি নিজেকে পরিবারের কাছ থেকে পৃথক করে দেন। সেই সঙ্গে স্থানীয় মাঞ্জেরি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর শারীরিক পরীক্ষানীরিক্ষা চলে ওই ব্যক্তির। যেখানে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত বলে জানা যায়।

প্রসঙ্গত গত ৯ দিন আগে আফ্রিকা থেকে এক ব্যক্তি ফেরার পর তাঁর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়।