Mohammad Azharuddin: ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের অভিযোগ, আজহারউদ্দিনকে সমন পাঠাল ইডি
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর সময়কালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। যার জেরে এবার মহম্মদ আজহারউদ্দিনকে সমন পাঠানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।
হায়দরাবাদ, ৩ অক্টোবর: মহম্মদ আজহারউদ্দিনকে (Mohammad Azharuddin) সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর্থিক তছরুপ মামলায় আজহারউদ্দিনকে সমন পাঠানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। হায়দরাবাদ (Hyderabad) ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপ মামলায় ইডির তরফে প্রাক্তন ভারত অধিনায়ককে সমন পাঠনো হয় বলে খবর।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর সময়কালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। যার জেরে এবার মহম্মদ আজহারউদ্দিনকে সমন পাঠানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।
বৃহস্পতিবারই আজহারউদ্দিনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজির হওয়ার কথা ছিল। যদিও তিনি বৃহস্পতিতে হাজির হননি। ইডির অফিসে হাজির না হওয়ায় তিনি অতিরিক্ত সময় চেয়ে নেন বলে খবর।