Jacqueline Fernandez, Nora Fatehi: তাঁর জীবন ধ্বংস করে দিয়েছেন সুকেশ, বিস্ফোরক জ্যাকলিন, মুখ খুললেন নোরাও

জ্যাকলিন বলেন, সুকেশ তাঁকে ব্যবহার করেছেন। তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন সুকেশ চন্দ্রশেকর তছনছ করে দিয়েছেন বলে অভিযোগ করেন জ্যাকলিন। এসবের পাশাপাশি আদালতে জ্যাকলিন দাবি করেন, তাঁকে দেশ ছাড়ার অনুমতি দেওয়ার জন্য। তাঁর হাতে একাধিক কাজ রয়েছে। তিনি যাতে নিজের সমস্ত কাজ শেষ করতে পারেন, তার জন্য তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হোক বলে দাবি করেন জ্যাকলিন।

Nora Fatehi, Jacqueline Fernandez (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ জানুয়ারি: ২০০ কোটির আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর প্রায়শয়ই আদালতের চক্কর কাটতে হচ্ছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং নোরা ফতেহিকে (Nora Fatehi)। আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর থেকে জ্যাকলিন যেমন ভারত ছাড়তে পারছেন না, তেমনি নোরাকে দেখা যাচ্ছে বার বার আদালতের বাইরে। এসবের মাঝে এবার কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিন বলেন, সুকেশ তাঁকে ব্যবহার করেছেন। তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন সুকেশ চন্দ্রশেকর তছনছ করে দিয়েছেন বলে অভিযোগ করেন জ্যাকলিন। এসবের পাশাপাশি আদালতে জ্যাকলিন দাবি করেন, তাঁকে দেশ ছাড়ার অনুমতি দেওয়ার জন্য। তাঁর হাতে একাধিক কাজ রয়েছে। তিনি যাতে নিজের সমস্ত কাজ শেষ করতে পারেন, তার জন্য তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হোক বলে দাবি করেন জ্যাকলিন। অভিনেত্রীর বিদেশ যাত্রার আবেদনের শুনানি হবে ২৫ জানুয়ারি।

আরও পড়ুন:  Nora Fatehi: অঙ্গদের সঙ্গে বিচ্ছেদের পর ডিপ্রেশনে নোরা ফতেহি? বলিউডের কাজও বন্ধ করেন অভিনেত্রী

অন্যদিকে আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর এবার নোরা ফতেহি দাবি করেন, তিনি কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাঁরা সুকেশের সঙ্গে পরিচয়ের জন্য ছটপট করেন। তিনি কোনওভাবেই সুকেশ চন্দ্রশেখরকে চিনতেন না। ইডির তরফে তাঁকে নোটিশ পাঠানোর পর সুকেশের পরিচয় তাঁর কাছে খোলসা হয় বলে দাবি করেন নোরা।



@endif