Mohammed Zubair: ''একটি ট্যুইটের জন্য ১২ লক্ষ, দ্বিতীয়টির জন্য ২ কোটি নিয়েছেন মহম্মদ জুবের''

উত্তরপ্রদেশের সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী গরিমা প্রসাদ। তিনি বলেন, একটি ট্যুইটের জন্য ১২ লক্ষ নিয়েছেন মহম্মদ জুবের।

Mohammad-Zubair (Photo Credit: File Photo)

দিল্লি, ২০ জুলাই:  অল্ট নিউজের প্রধান মহম্মদ জুবের (Mohammed Zubair) জামিন পেয়েছেন। তবে জুবেরকে নিয়ে জটিলতা এখনও কাটেনি। মহম্মদ জুবেরের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে অভিযোগ করল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের দাবি, মহম্মদ জুবের যে বিতর্কিত ট্যুইট করেছেন, তার জন্য তিনি অর্থ পেয়েছেন। অর্থের বিনিময়েই মহম্মদ জুবের ওই বিতর্কিত ট্যুইট করেছেন বলে দাবি উত্তরপ্রদেশ সরকারের।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী গরিমা প্রসাদ।  তিনি বলেন, একটি ট্যুইটের জন্য ১২ লক্ষ নিয়েছেন মহম্মদ জুবের। দ্বিতীয়টির জন্য নিয়েছেন ২ কোটি। যত উত্তজক ট্যুইট, তত অর্থ জুবের রোজগার করতেন বলেও অভিযোগ করেন উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী।

আরও পড়ুন:  Hooch Tragedy In West Bengal: হাওড়ার ঘুষুড়িতে বিষমদে মৃত্যু ৭ জনের, অভিযোগ পরিবারের

মহম্মদ জুবের বিষ উগরানো ট্যুইট করে অর্থ পান বলেও অভিযোগ করা হয় উত্তরপ্রদেশের আইনজীবীর তরফে। নক্ক্যারজনক ট্যুইটের জন্য মহম্মদ জুবের প্রচুর অর্থ রোজগার করেন বলেও অভিযোগ করা হয় উত্তরপ্রদেশ সরকারের আইনজীবীর তরফে।