IPL Auction 2025 Live

Narendra Modi Sworn: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি, প্রথম তিনে রাজনাথ-অমিত-নিতিন

প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি ( Narendra Modi )।

Narendra Modi takes oath as Prime Minister (Photo Credits: ANI)

দিল্লি, ৩০মে, ২০১৯:  প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি ( Narendra Modi )। পূর্ন হল বৃত্ত। রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kobind )। মোদি-র সঙ্গে অন্য মন্ত্রীরাও শপথ নেন। এই প্রথম মোদির মন্ত্রিসভার অংশ হলেন অমিত শাহ ( Amit Shah )। মোদি টু মন্ত্রিসভার প্রথম চার হলেন- অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গডকরি ও সদানন্দ গৌড়া।

২০১৪ সালের আগে পর্যন্ত এই শপথগ্রহণের অনুষ্ঠান হত রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। কিন্তু আগের বার মোদীর শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বারও সেখানেই হচ্ছে শপথের অনুষ্ঠান।

বিভিন্ন দেশের রাষ্ট্রপধান, শিল্পপতি, বিশিষ্টরা মিলিয়ে অতিথির সংখ্যা প্রায় আট হাজার। ইতিমধ্যেই অতিথিদের প্রায় সবাই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন। এ রাজ্য থেকে উপস্থিত রয়েছেন ৫২ ‘শহিদ’ পরিবারের মোট ৭০ জন সদস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শপথগ্রহণে যোগ দেওয়ার কথা বললেও পরে সেই সিদ্ধান্ত বদল করেন।

পূর্ণমন্ত্রী (২৪ জন)

রাজনাথ সিং

অমিত শাহ

নিতিন গডকড়ী

সদানন্দ গৌড়া

নির্মলা সীতারমন

রামবিলাস পাসোয়ান

নরেন্দ্র সিং তোমর

রবিশঙ্কর প্রসাদ

হরসিমরত কৌর

থাওয়ারচন্দ গহলৌত

এস জয়শঙ্কর

রমেশ পোখরিয়াল

অর্জুন মুণ্ডা

স্মৃতি ইরানি

ডঃ হর্ষবর্ধন

প্রকাশ জাভড়েকর

পৌযূষ গোয়েল

ধর্মেন্দ্র প্রধান

মুখতার আব্বাস নকভি

প্রহ্লাদ জোশী

মহেন্দ্র সিং পাণ্ডে

অরবিন্দ সাওয়ান্ত

গিরিরাজ সিং

গজেন্দ্র সিংহ শেখাওয়াত

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (৯জন)

সন্তোষ গঙ্গওয়ার

রাও ইন্দ্রজিত্ সিং

শ্রীপদ নায়েক

জীতেন্দ্র সিং

কিরণ রিজিজু

প্রহ্লাদ পটেল

আরকে সিং

হরদীপ সিং পুরী

মনসুখ মন্ডাবিয়া

প্রতিমন্ত্রী (২৫জন)

ফগ্গন সিং কুলস্তে

অশ্বিনী চৌবে

অর্জুনরাম মেঘওয়াল

বিকে সিং

কৃষ্ণপাল গুর্জর

দাদা সাহেব দানবে

জী কিশন রেড্ডি

পুরষোত্তম রূপালা

রামদাস আটাওয়ালে

সাধ্বী নিরঞ্জন জ্যোতি

বাবুল সুপ্রিয়

সঞ্জীব বালিয়ান

সঞ্জয় ধোত্রে

অনুরাগ ঠাকুর

সুরেশ অঙ্গাড়ি

নিত্যানন্দ রায়

রতনলাল কাটারিয়া

বি মুরলীধরন

রেণুকা সিং

সোমপ্রকাশ

রামেশ্বর তেলি

প্রতাপচন্দ্র সারঙ্গি

কৈলাস চৌধরী

দেবশ্রী চৌধুরী