Indira Gandhi: ইন্দিরা গান্ধীর ১০৭'তম জন্মবার্ষিকীতে মোদীর শ্রদ্ধাঞ্জলি, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর রক্তেই ছিল রাজনীতির গন্ধ

প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্মেছিলেন ইন্দিরা। তাঁর রক্তে মিশে ছিল রাজনীতি। অল্প বয়সেই রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৩৮ সালে ইন্দিরার জাতীয় কংগ্রেসে পা।

Indira Gandhi (Photo Credits: X)

নয়া দিল্লি, ১৯ নভেম্বরঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭'তম জন্মবার্ষিকী (Indira Gandhi 107'th Birth Anniversary) উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে এক্স হ্যান্ডেলে বর্তমান প্রধানমন্ত্রী লেখেন, 'আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি'।

১৯১৭ সালের ১৯ নভেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এলাহবাদে একটি কাশ্মীরি পরিবারে জন্ম 'ভারতের আয়রন লেডি'র। তাঁর বাবা জহরলাল নেহেরু ( Jawaharlal Nehru) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্মেছিলেন ইন্দিরা। তাঁর রক্তে মিশে ছিল রাজনীতি। অল্প বয়সেই রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৩৮ সালে ইন্দিরার জাতীয় কংগ্রেসে পা। ভারতকে স্বাধীন করার সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই স্বাধীনতা সংগ্রামে নিজেকে ওতপ্রোতভাবে জরিয়েও ফেলেছিলেন ইন্দিরা। তরুণ বয়সে তাঁকে হাজতবাজও করতে হয়। ১৯৪২ সালে ফিরোজ গান্ধীকে বিয়ে করেন তিনি। ফিরোজ ছিলেন একাধারে ভারতের স্বাধীনতাসংগ্রামী, রাজনীতিক এবং সাংবাদিক। ফিরোজ এবং ইন্দিয়ার দুই পুত্র সন্তান ছিল। সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধী।

৪৯ বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। তিনিই ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আপসহীন রাজনৈতিক ভাবনাচিন্তা এবং দৃঢ় মানসিকতার জন্যে তাঁকে 'ভারতের আয়রন লেডি'র তকমা দেওয়া হয়েছিল। ১৯৭৭ সালের নির্বাচনে নিজের কুর্সি খোয়ান ইন্দিরা। নির্বাচনে তাঁর দলের ভরাডুবি অবস্থা হয়। ১৯৮০ সালে ফের তিনি নিজের হারানো আসন ফিরে পান। তবে এবার আর ইন্দিরার প্রধানমন্ত্রীত্ব বেশি দিন স্থায়ী হতে দেওয়া হল না। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজেরই দুই দেহরক্ষীর গুলিতে খুন হন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।



@endif