IPL Auction 2025 Live

Russia Ukraine Conflict: শক্তিশালী বিশ্বনেতা নরেন্দ্র মোদি, যুদ্ধ থামাতে ভারতের দ্বারস্থ ইউক্রেনের রাষ্ট্রদূত (দেখুন ভিডিও)

Igor Polikha, Ambassador of Ukraine to India)।

Dr. Igor Polikha, Ambassador of Ukraine to India ( Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: আজই ইউক্রেনের উপরে মিসাইল হামলা শুরু করেছে মস্কো। এই পরিস্থিতিতে রাশিয়ার থামাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে ভরসা রাখছেন ভারতে অবস্থিত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর ইগর পোলিখা (Dr. Igor Polikha, Ambassador of Ukraine to India)। তাঁর আর্জি নরেন্দ্র মোদি যেন এনিয়ে রাশিয়ার প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বার্তালাপ করেন।

ইউক্রেনের রাষ্ট্রদূত কী বললেন?

এই প্রসঙ্গে ইউক্রেনিয়ান রাষ্ট্রদূত বলেন, “এই দুঃসময়ে আমরা ভারতের সমর্থন চাইছি। গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে সর্বগ্রাসী শাসনের আগ্রাসন চলছে। এক্ষেত্রে ভারতকে বিশ্বব্যাপী ভূমিকা গ্রহণ করতে হবে। তাছাড়া মোদিজি বিশ্বের শক্তিশালী ও সম্মানীয় নেতাদের একজন। আমি জানি না এই পরিস্থিতিতে  ঠিক কতজন বিশ্বনেতার কথা শুনবেন পুতিন। তবে মোদিজির প্রতি আমাদের ভরসা আছে। তাঁর বলিষ্ঠ কথন পুতিনকে এই বিষয়ে ভাবতে বাধ্য করবে। এই সময় আমরা ভারতের থেকে অনেক বেশি সহযোগিতা আশা করছি। এই যুদ্ধ থামাতে ভারতীয় নেতৃত্বের সক্রিয় সমর্থন চাইছি।”