Modi Govt Big Action Against Khalistan: খালিস্তানীপন্থী লখবীর সিং লান্ডাকে সন্ত্রাসবাদী ঘোষণা ভারতের

পাঞ্জাবের পুলিশ ইনটেলিজেন্স হেডকোয়াটারে রকেট হামলার মূল মাস্টারমাইন্ড এই লখবীর সিং লান্ডা

Photo Credit ANI

কানাডায় (Canada) অবস্থিত বব্বর খালসার লখবীর সিং লান্ডাকে সন্ত্রাসবাদী ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার ইউএপিএ (UAPA) ধারায় তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

পাকিস্তান থেকে ভারতে অস্ত্র নিয়ে আসার মূল কারিগর এই লখবীর সিং লান্ডা। এছাডা় পাঞ্জাবের পুলিশ ইনটেলিজেন্স হেডকোয়াটারে রকেট হামলার মূল মাস্টারমাইন্ড এই লান্ডা। ঘটনার জেরে পাঞ্জাব পুলিশ এবং এনআইএর ওয়ান্টেডের তালিকায় রয়েছে এই সন্ত্রাসবাদী।

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই লখবীর সিং লান্ডার সঙ্গে কিছুদিন আগে নিহত হরদীপ সিং নিজ্জর এবং খালিস্তানী নেতা গুরপতবন্ত সিংয়ের সঙ্গে যোগাযোগদ রয়েছে।

পাঞ্জাবের টার্ন টারান জেলার বাসিন্দা বর্তমানে কানাডার আলবার্তার এডমন্টনে রয়েছে।  ভারত জুড়ে বিভিন্ন  ধরনের কাজ যেমন, খুন, তোলাবাজি, অস্ত্র পাচার, টার্গেট করে খুন, আইইডি স্থাপন করানো সহ নানান কাজে অভিযুক্ত রয়েছে এই খালিস্তানীপন্থী গ্যাংস্টার।

২০২১ সালে লান্ডার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়,  এনআইএর তরফে অভিযুক্তকে খুঁজে দেওয়ার জন্য পুরষ্কারও ঘোষণা করা হয়।