Modi Cabinet Reshuffle: বাংলার ৪, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুভাষ সরকার, জন বার্লা, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর
নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বড় রদবদল ও সম্প্রসারণ। আজ মোট ১৫জন পূর্ণমন্ত্রী শপথ নিচ্ছেন। ইতিমধ্যেই শপথ নিলেন পশুপতি কুমার পরশ, কিরণ রিজিজু। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল, মীনাক্ষি লেখি-রা মন্ত্রী সহ মোট ৪৩ জন বিজেপি সাংসদ আজ সন্ধ্যায় শপথ নিচ্ছেন।
দিল্লি, ৭ জুলাই: নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বড় রদবদল ও সম্প্রসারণ। আজ মোট ১৫জন পূর্ণমন্ত্রী শপথ নিচ্ছেন। বাংলা থেকে শপথ নিলেন সুভাষ সরকার, নিশিথ প্রামাণিক এবং জন বার্লা এবং শান্তুনু ঠাকুর।
বাংলার পাশাপাশি আজ শপথ নিলেন পশুপতি কুমার পরশ, কিরণ রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল, মীনাক্ষি লেখি-রা। মোট ৪৩ জন বিজেপি সাংসদ আজ সন্ধ্যায় শপথ নিচ্ছেন।
এসবের পাশাপাশি মন্ত্রিত্ব হারালেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী। সরানো হল দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে। পদত্যাগ করেছেন মোদী মন্ত্রিসভার বড় দুই নাম- রবিশঙ্কর প্রসাদ ও প্রকাশ জাভরেকর।
#CabinetExpansion2021 | Meenakshi Lekhi, Darshana Vikram Jardosh, Annpurna Devi, take oath as ministers. pic.twitter.com/2W0CwozDIX
#CabinetExpansion2021 | Pashupati Kumar Paras, Kiren Rijiju and Raj Kumar Singh take oath as ministers. pic.twitter.com/XzpZ1ejxdx
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)