Modi 3.0: শরিক বিনা গতি নেই, মোদী ৩.০ সরকারে মন্ত্রীসভার চেহারায় আমূল পরিবর্তন

গত দুইবারের লোকসভার মত চব্বিশে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির ঝুলিতে নেই। ২৪০টি আসনে থেমে গিয়েছে বিজেপির রথের চাকা। ফলে এইবার শরিক বিনা গতি নেই তাঁর। এনডিএ জোটের সকল শরিকদের মন জুগিয়ে মোদীকে গড়তে হবে নতুন সরকার, মোদী ৩.০

Narendra Modi (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৯ জুনঃ আরও একবার কুর্সিতে নরেন্দ্র মোদী। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি (Narendra Modi Swearing-In Ceremony)। গড়বেন মোদী ৩.০। প্রধানমন্ত্রী হিসাবে পর পর দুটি পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করে তৃতীয়বার দিল্লির মসনদে বসবেন মোদী। এই ঘটনা গত ছয় দশকে প্রথম হতে চলেছে। জহরলাল নেহেরুর পর মোদী। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নয় বরং এনডিএ জোট (NDA) শরিকদের সঙ্গে নিয়ে সরকার গড়বেন মোদী। তবে গত দুইবারের লোকসভার মত চব্বিশে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির ঝুলিতে নেই। ২৪০টি আসনে থেমে গিয়েছে বিজেপির রথের চাকা। ফলে এইবার শরিক বিনা গতি নেই তাঁর। এনডিএ জোটের সকল শরিকদের মন জুগিয়ে মোদীকে গড়তে হবে নতুন সরকার, মোদী ৩.০ (Modi 3.0)।

আজ, রবিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে শুরু হবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। মোদীর পাশাপাশি তাঁর মন্ত্রীসভার সদস্যরাও এদিন শপথ নিতে চলেছন। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই মন্ত্রীসভা নিয়ে নিজেদের আসন সংখ্যা দাবি করে রেখেছেন চন্দ্রবাবু নায়ড়ু, নীতিশ কুমাররা। পরিবহণ, গ্রামোন্নয়নের মত গুরুত্বপূর্ণ সব দফতরের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, পরিবহন কাঠামোর সঙ্গে যুক্ত মন্ত্রকগুলি (রেল, সড়ক) ছাড়তে রাজি নন মোদী। শরিকদের মন জুগিয়ে কীভাবে মন্ত্রীসভা ভাগ করবেন তিনি সেই দিকেই চেয়ে দেশবাসী। তবে গত দুবারের তুলনায় এইবার মোদীর মন্ত্রীসভার চেহারা অনেকটাই আলাদা হতে চলেছে। বাড়বে শরিকদের দফতরের সংখ্যা।

বিহারে (Bihar) থেকে ১২ জন সাংসদ নিয়ে লোকসভায় আসছেন নীতিশ কুমার (Nitish Kumar)। ফলে দ্বিতীয় বৃহত্তম শরিক জেডি(ইউ)। নীতিশের জন্যে দুই বা তিনটি মন্ত্রীসভা ছাড়বেন মোদী। সঙ্গে রয়েছে প্রতিমন্ত্রী পদও। বিহারের চিরাগ পাসোয়ানের দল এলজেপি-র পাঁচজন সাংসদ রয়েছে। তাঁদের জন্যে একটি পূর্ণ মন্ত্রীর পদ ভেবে রেখেছেন মোদী। একটি সাংসদ আনা হাম-কে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পদ দেওয়ার কথা ভাবা হয়েছে। শুরু থেকেই পরিবহণ মন্ত্রকের দিকে নজর থাকা এনডিএ-র বৃহত্তম শরিক অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ড়ুর টিডিপ-র (TDP) জন্যে দুই থেকে তিনটি পূর্ণ মন্ত্রীর পদ বেছে রেখেছেন নমো।