Haryana Clashes: ধর্মীয় মিছিলে ছোঁড়া হল পাথর, দুই গোষ্ঠীর সংঘর্ষে হরিয়ানা যেন যুদ্ধক্ষেত্র, বন্ধ ইন্টারনেট পরিষেবা

হরিয়ানার নু-তে সাম্প্রদায়িক উত্তেজনা। একটি ধর্মীয় সভায় ইঁট, পাথর ছোঁড়ার পর থেকে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়।

Haryana Violence (Photo Credits: Twitter Video Grab)

হরিয়ানার নু-তে সাম্প্রদায়িক উত্তেজনা। একটি ধর্মীয় সভায় ইঁট, পাথর ছোঁড়ার পর থেকে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। অন্তত ২০ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। উত্তেজনা থেকে বাঁচতে আড়াই হাজারেরও বেশী মানুষ গুরুগ্রামের কাছে এক মন্দিরে আশ্রয় নেন। রাস্তায় বোমা পড়তে দেখা যায়। বেশ কয়েকটি দোকান, বাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুসলিম অধ্যুষিত এই এলাকার পরিস্থিতি এখন থমথমে।

বিজেপি শাসিত এই রাজ্যের প্রশাসন নু জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। নতুন করে হিংসা রুখতে বুধবার পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

দেখুন ভিডিয়ো

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ তাঁর রাজ্যের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে জানালেন, " নুয়ে-তে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োগ করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। মেওয়াটে যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধার করার কাজ চলছে। মানুষকে গুজবে কান দিতে, বা না ছড়াতে অনুরোধ করা হয়েছে।"