Mnaipur Violence: ফের উত্তেজনা মণিপুরে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াই অস্ত্রধারীদের

Manipur Violence (Photo Credit: File Photo)

ফের উত্তেজনা ছড়াল মণিপুরে। এবার তেঙ্গুপাল জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বেশ কয়েকজন অস্ত্রধারী  ব্যক্তির গুলির লড়াই শুরু হয়। শুক্রবার ভোর ৬টা থেকে মণিপুরের তেঙ্গুপালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ওই সশস্ত্র ব্যক্তিদের লড়াই শুরু হয় বলে খবর। ভোর ৬টা থেকে তেঙ্গুপালে গুলির লড়াই শুরু হলেও, ওই ঘটনায় এখনও পর্যন্ত আহত বা নিহতর খবর মেলেনি। গোটা এলাকায় নজরদারি চালানো হচ্ছে বলে খবর।