‌ পেটা পুরস্কার পেল মিজোরামের ছোট্ট ডেরেক

ভুল করে নিজের সাইকেলে ছোট্ট একটি মুরগি ছানাকে চাপা দিয়ে দিয়েছিল বছর ছয়েকের ডেরেক(Derek)।

পেটা পুরস্কার হাতে ডেরেক

৭ মে,২০১৯: ভুল করে নিজের সাইকেলে ছোট্ট একটি মুরগি ছানাকে চাপা দিয়ে দিয়েছিল বছর ছয়েকের ডেরেক(Derek)। মুরগি ছানার ছটফটানি দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি সে। ছুটে গিয়েছিল বাড়িতে। মায়ের কাছে। কীকরে মুরগি ছানাকে বাঁচানো যায় তাঁর জন্য কাতর হয়ে পড়েছিল সে। পকেটে ১০ টাকার নোট নিয়ে আহত মুরগি ছানাকে নিয়ে হাসপাতালে চলে যায় ডেরেক। সেখানে কর্তব্যরত নার্সের কাছে করুণ আবেদন করতে থাকে সে। ডেরেকের সেই আর্তি মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় (Social Media)পোস্ট করেছিলেন নার্স।

মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যায়। ছোট্ট ডেরেকে এই কীর্তি মন জয় করে নিয়েছেল পশুপ্রেমীদের।

ছোট্ট মুরগির ছানাকে ডেরেক বাঁচাতে না পারলেও তার প্রচেষ্টাকে সম্মান জানাতে স্কুলেই পুরস্কৃত করা হয়েছিল ডেরেককে।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পেটার নজরে পরে। দিন কয়েক আগেই ডেরেকের এই কীর্তির স্বীকৃতি দিতে পেটার(Peta) তরফে পুরস্কৃত করা হয়। কম্প্যাশনেট কিড পুরস্কার ডেরেকের হাতে তুলে দেওয়া হয় পেটার পক্ষ থেকে। আট থেকে ১২ বছরের শিশুদের জন্যই পেটা এই বিশেষ প্রকল্প চালু করেছে। তার আওতায়ই ডেরেককে পুরস্কৃত করা হয়।