Minor Rape:১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ স্কুল পিওনের, গর্ভবতী ছাত্রী

নাবালিকাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়তাই প্রথমে ভয়ে এসব কথা বাড়িতে জানায়নি নির্যাতিতা।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ আর কি কর কাণ্ডের(R G Kar Rape Case) জেরে যখন তোলপাড় গোটা দেশ, তখন ফের বারেবারে শিরোনামে ধর্ষণের(Rape) ঘটনা। আর এ বার ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের(School) পিওনের(Peon) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) ফারুখাবাদের একটি সরকারি স্কুলে। জানা গিয়েছে, গ্রামের রাস্তা দিয়ে একাই যাচ্ছিল নাবালিকা। তাকে একা পেয়ে একটি ঘরে নিয়ে যায় মূল অভিযুক্ত পঙ্কজ। তাকে সাহায্য করে স্কুলের সহকারী অমিত। এরপর নাবালিকাকে ধর্ষণ করে পঙ্কজ। মুখে কাপড় গুঁজে দেওয়া হয় যাতে চিৎকার বাইরে না যায়। শুধু তাই নয়, তাকে নানাভাবে ভয় দেখানো হয়। নাবালিকাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়তাই প্রথমে ভয়ে এসব কথা বাড়িতে জানায়নি নির্যাতিতা। পরে বাবা-মাকে গোটা ঘটনাটি খুলে বলে সে। তাঁর মা জানতে পারেন মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাদের খোঁজ করছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

স্কুলের পিওনের লালসার শিকার ১৩ বছরের নাবালিকা