UP Shocker: ধর্ষণে বাধা দেওয়ায় নাক কেটে নেওয়া হল নাবালিকার!

ধর্ষণে (Rape) বাধা দেওয়াতে নাক কেটে (Nose Chopped Off) নেওয়া হল নাবালিকার। বৃহস্পতিবার সন্ধ্যায় চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় (Kanpur Dehat District)। পুলিশ জানিয়েছে, কয়েকজন দুষ্কৃতী নাবালিকার বাড়িতে ঢুকে তাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়।

প্রতীকী ছবি(Photo Credit: PTI)

কানপুর দেহাত, ১ জুলাই: ধর্ষণে (Rape) বাধা দেওয়াতে নাক কেটে (Nose Chopped Off) নেওয়া হল নাবালিকার। বৃহস্পতিবার সন্ধ্যায় চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় (Kanpur Dehat District)। পুলিশ জানিয়েছে, কয়েকজন দুষ্কৃতী নাবালিকার বাড়িতে ঢুকে তাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই নাবালিকাকে ধাওয়া করছিল অভিযুক্তরা। মেয়েটিকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কানপুরের হ্যালেট হাসপাতালে রেফার করা হয়। আরও পড়ুন: Puri Rath Yatra 2022 Sand Art: রথযাত্রা উপলক্ষে পুরীর সমুদ্র তটে ১২৫টি বালির রথ, সৌজন্যে শিল্পী সুদর্শন পট্টনায়েক

চিকিৎসকরা জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। মেয়েটির বাবা বলেন, ঘটনাটি পুলিশকে জানালে তারা প্রথমে চিকিৎসার পরামর্শ দেয়। তাঁর অভিযোগ, অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। তাই মেয়ের জীবন নিয়ে আশঙ্কাতে রয়েছি।