Hyderabad: গাড়িতে তুলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের নজরে বিধায়ক-পুত্র, চলছে তদন্ত

রিপোর্টে প্রকাশ, গত ১ জুন হায়দরাবাদের জুবিলি হিলস থানায় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। ধর্ষণের অভিযোগ দায়ের হতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জোর কদমে।

Rape | Representational Image (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ৩ জুন:  ফের ধর্ষণ (Rape) হায়দরাবাদে (Hyderabad)। এবার গাড়িতে জোর করে তুলে এক নাবালিকার উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। যে ঘটনায় স্থানীয় এক বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

রিপোর্টে প্রকাশ, গত ১ জুন হায়দরাবাদের জুবিলি হিলস থানায় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। ধর্ষণের অভিযোগ দায়ের হতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জোর কদমে। জানা যাচ্ছে, গত শনিবার একটি গাড়িতে তুলে নাবালিকাকে ধর্ষণ করা হয়। বছর ১৭-র ওই তরুণীর উপর অত্যাচারের ঘটনা ঘটতেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে দায়ের করে অভিযোগ।

আরও পড়ুন:  Jammu and Kashmir: জঙ্গিদের গুলিতে প্রাণ যাচ্ছে হিন্দুদের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ জম্মুতে

বছর ১৭-র ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযোগ দায়ের করে। এরপর নির্যাতিতাকে নিয়ে পুলিশ (Police) সনাক্তকরণের কাজ শুরু করলে, যার নাম প্রকাশ্যে আসে, সেই বিধায়ক পুত্রও নাবালক বলেই জানা যাচ্ছে।