Uttar Pradesh Horror: দুই কিশোরকে নগ্ন করে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়ার অভিযোগ, ভাইরাল উত্তরপ্রদেশের ভিডিয়ো
চোর সন্দেহে দুই কিশোরকে নগ্ন করে অকথ্য অত্যাচার করার পর তাদের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল ৬ জন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরে।
সিদ্ধার্থনগর: চোর সন্দেহে দুই কিশোরকে নগ্ন (stripped) করে অকথ্য অত্যাচার (tortured) করার পর তাদের গোপনাঙ্গে (Private parts) লঙ্কার গুঁড়ো (Chilli powder) লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল ৬ জন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থ নগরে (Siddharthnagar)। পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল (video viral) হতেই গ্রেফতার হয়েছে ৬ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে নেমে এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এপ্রসঙ্গে স্থানীয় এএসপি সিদ্ধার্থ জানান, থানা পাথরা বাজার এলাকায় ঘটা ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই দেখা যায় দুই নাবালকের সঙ্গে ঘৃণ্যতম অপরাধ করা হয়েছে। এরপরই আমরা তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছি। এখনও পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছে। বাকি তদন্ত চলছে।
দেখুন ভিডিয়ো
বিষয়টি জানতে পারার পর জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো টুইট করে জানান উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে শিশুদের যৌন নির্যাতন করার মামলার তদন্ত করছে তারা। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে। আরও পড়ুন: Rajasthan: শিবের অবতার ধারণ করে বৃদ্ধাকে পিটিয়ে খুন মত্ত ব্যক্তির