Guidelines For Metro Operations: ৭ সেপ্টম্বর থেকে চলবে মেট্রো রেল, জেনে নিন কেন্দ্রের নির্দেশিকা

বুধবার হাউজিং ও নগর বিষয়ক মন্ত্রক (Ministry of Housing and Urban Affairs) মেট্রো পরিষেবা (Metro operations) পুনরায় শুরু করার জন্য নির্দেশিকা (Guidelines) দিয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে সারাদেশে গ্রেড পদ্ধতিতে পুনরায় শুরু হবে মেট্রো পরিষেবা। দেশে ১৭টি মেট্রো কর্পোরেশন রয়েছে। বিস্তারিত এসওপি জারি করার সঙ্গে সঙ্গে তারা নিজেদের মতো করে স্থানীয় প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নির্দেশিকা দিতে পারে।

Delhi Metro (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর: বুধবার হাউজিং ও নগর বিষয়ক মন্ত্রক (Ministry of Housing and Urban Affairs) মেট্রো পরিষেবা (Metro operations) পুনরায় শুরু করার জন্য নির্দেশিকা (Guidelines) দিয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে সারাদেশে গ্রেড পদ্ধতিতে পুনরায় শুরু হবে মেট্রো পরিষেবা। দেশে ১৭টি মেট্রো কর্পোরেশন রয়েছে। বিস্তারিত এসওপি জারি করার সঙ্গে সঙ্গে তারা নিজেদের মতো করে স্থানীয় প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নির্দেশিকা দিতে পারে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রক আনলক ৪-র নির্দেশিকা জারি করেছিল। তাতে ৭ সেপ্টেম্র থেকে মেট্রো পরিষেবা শুরুর কথা বলা হয়। আরও পড়ুন: Road accidents in India: ২০১৯ সালে পথ দুর্ঘটনায় দেড় লাখ এবং ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪,৬১৯ জনের, তথ্য প্রকাশ NCRB-র

এক নজরে মেট্রো নিয়ে নির্দেশিকা: