Indonesian Hackers: ভারতের সরকারি পোর্টালগুলিতে সাইবার হামলার ছক ইন্দোনেশিয়ান হ্যাকারদের, সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্র ও রাজ্যগুলির বেশ কয়েক হাজার সরকারি পোর্টালে সাইবার হামলার ছক কষছে ইন্দোনেশিয়ার একদল হ্যাকার।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: কেন্দ্র (Central) ও রাজ্যগুলির (state) বেশ কয়েক হাজার সরকারি পোর্টালে (Government portals) সাইবার হামলার (Cyber Attack) ছক কষছে (Planning) ইন্দোনেশিয়ার একদল হ্যাকার (Indonesian Hackers)। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে এই বিষয়ে সাইবার সিকিউরিটি অ্যালার্ট (Cyber security alert) জারি করার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার সিকিউরিটি গবেষক ও বিশেষজ্ঞরা (Cyber-security researchers & Experts) ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (১৪সি) (Indian Cyber Crime Coordination Centre (14c)-এর তরফে জারি করা ওই সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে ইন্দোনেশিয়ার হ্যাক্টিভিস্টা অর্গানাইজেশন (hacktivista organisation) নামে হ্যাকারদের একটি সংগঠন কেন্দ্র ও রাজ্য সরকারগুলির একাধিক পোর্টালকে সম্ভবত টার্গেট করেছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ইন্দোনেশিয়ার ওই সাইবার হামলাকারীদের সংগঠনটি দেশের ১২০০টি সরকারি ওয়েবসাইটকে টার্গেট করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এপ্রসঙ্গে ইন্দাসফেস-এর প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ আশিস ট্যান্ডন জানান, ইন্দোনেশিয়ান হ্যাকারদের বিরাট এই আক্রমণের ছক কেন্দ্র ও রাজ্য সরকারগুলির জন্য খুবই উদ্বেগের বিষয়।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত সংস্থার জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার ওই হ্যাকার গোষ্ঠীর লক্ষ্য হল কেন্দ্র ও রাজ্যগুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও পরিষেবা ক্ষেত্রগুলিকে অকেজো করে দেওয়া। এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া। আরও পড়ুন: Elon Musk on BBC Documentary Ban:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর বিবিসির ডকুমেন্টারির লিঙ্ক টুইটার থেকে মুছে ফেলা হলো কেন? ইলন মাস্ক নিজেই জানালেন কারণ

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now